বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিশোরীকে অপহরণ-গণধর্ষণ, ১৪ বছর পর গ্রেফতার ধর্ষক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৯ জুন ২০২৩ | প্রিন্ট

কিশোরীকে অপহরণ-গণধর্ষণ, ১৪ বছর পর গ্রেফতার ধর্ষক

নোয়াখালীর সেনবাগ উপজেলায় কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম মিলনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতারকৃত মিলন উপজেলার নাজির নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

র‍্যাব জানায়, ২০০৯ সালে রবিউল ইসলাম মিলন ও তার সহযোগীরা এক কিশোরীকে অপহরণের পরে গণধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত মো. রবিউল ইসলাম মিলনসহ আরো ২ আসামিকে যাবজ্জীবন কাারাদণ্ড প্রদান করেন। এরপর গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিলেন মিলন। মামলার ১৪ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মাহমুদুল হাসান বলেন, গ্রেফতার মিলনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]