বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তর তৃতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ জুন ২০২৩ | প্রিন্ট

শান্তর তৃতীয় সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে প্রথম দিনেই দাপট দেখাচ্ছে বাংলাদেশ। যেখানে দিনের দ্বিতীয় সেশনে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ব্যাটার শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১৮০ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাঁধে বিপত্তি। অভিষিক্ত নিজাত মাসুদের করা প্রথম ডেলিভারিতেই উইকেটকিপারের গ্লাভসে ধরা পড়েন ১ রান করা জাকির।

তবে শুরুর এই ধাক্কা সামলে প্রথম সেশনের বাকি সময় নির্বিঘ্নে পার করেন জয় ও নাজমুল হোসেন শান্ত। যেখানে জয় ছিলেন ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। অন্যদিকে আফগান বোলারদের হতাশায় ভাসিয়ে আক্রমণ করে যাচ্ছিলেন শান্ত।

৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন শান্ত। ফিফটির পরও একই গতিতে এগোতে থাকেন তিনি। লাঞ্চ বিরতির পর মাসুদের এক ওভারে তিন বাউন্ডারিতে ১৪ রান আনেন এ ব্যাটার।

শান্তর বিপরীতে ধীরস্থিরভাবে খেলতে থাকা জয় ফিফটির দেখা পান ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে। জহির খানের করা ওভারটির শেষ বলে দৌড়েই ৫ রান নেন তিনি। এ সময় মূলত ৪৮ রানে ব্যাট করছিলেন এ ব্যাটার।

জহিরের করা বলটি কাট করে থার্ড ম্যান অঞ্চলে পাঠান জয়। দৌড়ে সহজেই ২ রান নেন তিনি ও শান্ত। এ সময় ওভার থ্রো হলে আরো এক রান নেন দুজন। আফগান ফিল্ডারদের ব্যর্থতায় আরেকটি ওভার থ্রো আসে। যার ফলে আরো ২ রান নেন তারা।

দৌড়ে ৫ রান নিয়ে ফিফটি পূরণের ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে তেমন একটা দেখা যায়নি। সেদিক থেকে বলা যায় বিরল এক দৃশ্যের সাক্ষী হন দর্শকরা। এর একটু পরই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান শান্ত।

হামজার বলে সিঙ্গেল নিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শান্ত। সেঞ্চুরি করতে ১১৮ বল খেলেন এ ব্যাটার। তার ও জয়ের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে বাংলাদেশ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]