বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হুইল চেয়ারে এসে ভোট দিলেন সিলু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট

হুইল চেয়ারে এসে ভোট দিলেন সিলু

ভোট কেন্দ্রে এসেছিলেন সকাল ঠিক ৮টায়। বৃদ্ধ মা তার ৪০ বছর বয়সী প্রতিবন্ধী ছেলেকে নিয়ে ভোট দিতে এসেছিলেন। সঙ্গে ছিলেন মেয়ে রোকেয়া বেগম (৪৫)। ভোটকেন্দ্রে এসে জানতে পারেন ভোট দিতে উঠতে হবে তিনতলায়। এতে ভোট না দিয়েই বাড়ি ফিরছিলেন তারা। তবে বিষয়টি টের পেয়েই সহযোগিতার হাত নিয়ে এগিয়ে যান আনসার সদস্যরা। এতে স্বাচ্ছন্দ্যেই ভোট দিতে পেরেছেন প্রতিবন্ধী যুবক আব্দুস সালাম সিলু।

উৎসবমুখর পরিবেশে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন চলছে। বুধবার সকাল ১০টার দিকে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন প্রতিবন্ধী যুবক আব্দুস সালাম সিলু। দীর্ঘ লাইনের ভিড় ঠেলে ঐ যুবককে তিনতলায় উঠতে সহযোগিতা করেন সাত থেকে আটজন আনসার সদস্য। ভোট প্রদান শেষে আবারও পৌঁছে দেন গন্তব্যে। আনসার সদস্যের এমন আন্তরিকতার চিত্র দেখে অন্য ভোটাররাও মুগ্ধ।

আব্দুস সালাম সিলুর বোন রোকেয়া বেগম জানান, তার ভাই জন্মগত প্রতিবন্ধী। হুইল চেয়ারই তার ভরসা। সকালেই তিনি মা ও ভাইকে নিয়ে ভোট দিতে এসেছিলেন। তিনতলায় উঠতে হবে দেখে তিনি ও তার মা ভোট দিতে গিয়েছিলেন। ভাইকে বাসায় ফিরিয়ে নিয়ে যাচ্ছিলেন। তিনতলায় উঠে ভাইয়ের ভোট দেওয়া অসম্ভব ছিল। তবে শেষ পর্যন্ত আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।

তিনি আরো জানান, প্রশাসনের আন্তরিকতা দেখে খুব ভালো লেগেছে। প্রশাসন না থাকলে তার ভাই ভোট দিতে পারতেন না। ভোটের পরিবেশ খুবই সুন্দর।

রাজশাহী আনসার-ভিডিপির জেলা কমান্ডেন্ট রাকিবুল ইসলাম বলেন, আনসার-ভিডিপির সদস্যরা ভোটারদের বিষয়ে আন্তরিক। আন্তরিকতার সঙ্গে আমরা কাজ করছি। সব আনসার সদস্যাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে। সিলু প্রতিবন্ধী হওয়ার তিনতলায় উঠে ভোট দিতে না পেরে চলে যাচ্ছিলেন। বিষয়টি আমরা বুঝতে পেরেই তাকে সহযোগিতা করি। সিলু স্বাচ্ছন্দ্যেই ভোট দিতে পেরেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]