বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইংলিশ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ জুন ২০২৩ | প্রিন্ট

ট্রেন্ট ব্রিজে মেয়েদের অ্যাশেজে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড। যেখানে টেস্টের তৃতীয় দিনে ডাবল সেঞ্চুরি স্পর্শ করেছেন ইংলিশ ব্যাটার ট্যামি বিউমন্ট। এর মধ্য দিয়ে ৮৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন তিনি।

মর্যাদাপূর্ণ অ্যাশেজে ডাবল সেঞ্চুরি হাকিয়ে ইংল্যান্ডের হয়ে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের মালিক বনে যান বিউমন্ট। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল বেটি স্নোবলের। ১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান করেছিলেন তিনি।

শুক্রবার ট্রেন্ট ব্রিজে ম্যাচের দ্বিতীয়দিনে শতক পূর্ণ করেন ট্যামি। তৃতীয় দিনে ৩১৭ বলে ইংল্যান্ডের প্রথম নারী ক্রিকেটার হিসেবে স্পর্শ করেন দ্বিশতক। ২০৮ রানে অ্যাশলে গার্ডনারের বলে আউট হয়ে ফেরেন সাজঘরে এই ব্যাটার।

ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে শতকের মাইলফলকও স্পর্শ করেছেন বিউমন্ট। এর আগে ইংলিশ ক্যাপ্টেন হিদার নাইট কেবল মাইলফলকটি স্পর্শ করেন।

বিউমন্টের রেকর্ডের দিনে চালকের আসনে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অজিদের দেয়া ৪৭৩ রানের চ্যালেঞ্জে ইংলিশরা অলআউট হয়েছে ৪৬৩ রানে। ১০ রানে এগিয়ে থেকে ব্যাটে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮২ রানে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]