বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জ মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ | প্রিন্ট

সিরাজগঞ্জের যানজট আতঙ্কে থাকা ৪৫ কিলোমিটার মহাসড়কে এখন পর্যন্ত ঘরে ফেরা মানুষদের কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। ফলে এবার মহাসড়কে স্বস্তি হচ্ছে ঈদযাত্রা।

মঙ্গলবার রাত ৮টার দিকে সর্বশেষ এ তথ্য জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ওসি বদরুল কবীর, সিরাজগঞ্জের ট্রাফিক সার্জেন্ট রনি পোদ্দার ও ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক।

ঐ দিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মহাসড়কের যানজট আতঙ্কে থাকা বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে হাটিকুমরুল গোলচত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত সরেজমিন দেখা যায়, মহাসড়কজুড়ে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। তবে মহাসড়কের প্রতিটি পয়েন্টেই স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

সিরাজগঞ্জ ট্রাফিক বিভাগের সার্জেন্ট রনি পোদ্দার বলেন, পুরো মহাসড়কজুড়েই একদম স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। তবে এখানে গতি একটু কমলেও মহাসড়কে ধীরগতি বা যানজট তৈরি হচ্ছে না।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বলেন, মহাসড়কের কোথাও কোনো ধীরগতি বা যানজটের মতো অবস্থা তৈরি হয়নি। এ ছাড়াও যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা তৎপর রয়েছি।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, মহাসড়কে চাপ থাকলেও উত্তরের পথে কোনো যানজট বা ধীরগতি নেই। আশা করছি উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের গত ঈদের মতো এবারের ঈদযাত্রাও নির্বিঘ্ন হবে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, মহাসড়ক স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সচেষ্ট রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]