রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির পদযাত্রা

তীব্র যানজটে রাজধানী

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

তীব্র যানজটে রাজধানী

রাজধানীতে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে গাবতলী থেকে মিরপুর-১০ নম্বর এবং শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ পর্যন্ত পুরো রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আশঙ্কা করা হচ্ছে যানজট ছড়িয়ে পড়তে পারে রাজধানীজুড়ে।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গাবতলী থেকে শুরু হয় দুই দিনব্যাপী বিএনপির পদযাত্রা কর্মসূচি। এতে অফিস-আদালত, স্কুল কলেজগামী ছাত্রছাত্রীসহ সাধারণ মানুষ দীর্ঘ সময় তীব্র গরমে জ্যামে বসে হাঁসফাস করছেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন।

কথা হয় এমনই একজন যাত্রী আসাদুল হকের সঙ্গে। তিনি ফার্মগেট থেকে অফিসের কাজে মিরপুর-১২ নম্বর যাচ্ছেন। কাজীপাড়ায় এসে তিনি জ্যামে পড়েন। প্রায় ১ ঘণ্টা ধরে গাড়ি এখানে বসে আছে।

আসাদুল বলেন, যে গরম ভাই। এরমধ্যে গাড়িতে এক ঘণ্টা ধরে বসে আছি। ঘেমে শরীর ছেড়ে দিছে। খুব অসুস্থ বোধ করছি। নেমে যে হাঁটা দেব, তার শক্তিও নেই।

কথা হয় আরেক যাত্রী মাহমুদ সজলের সঙ্গে। তিনি বলেন, ‘কোম্পানির মাল ডেলিভারি দিতে বের হইছিলাম। কিন্তু এমন জ্যামে পড়ছি। দুপুরের মধ্যে মাল ডেলিভারি না দিতে পারলে খুব ঝামেলায় পড়ে যাব।’

পদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন প্রান্তেই এমন যানজটের খবর পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে গাবতলীতে জড়ো হন বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

রাজধানীর গাবতলীতে শুরু হওয়া পদযাত্রা শেষ হবে বাহাদুর শাহ পার্কে গিয়ে। বিএনপির পদযাত্রার রুট প্ল্যান হলো।
যাত্রাপথ: গাবতলী– টেকনিক্যাল মোড়– মিরপুর-১– মিরপুর-১০ গোল চত্ত্বর– কাজীপাড়া– শেওড়াপাড়া– তালতলা(আগারগাঁও)– বিজয় স্মরণী– কাওরান বাজার– এফডিসি– মগবাজার– মালিবাগ– কাকরাইল– নয়াপল্টন (বিএনপি অফিস)– ফকিরাপুল– মতিঝিল (শাপলা চত্বর)– ইত্তেফাক মোড়– দয়াগঞ্জ– রায়সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।

এ রুট প্ল্যানে গাবতলী থেকে মগবাজার অংশে নেতৃত্ব দিচ্ছেন দলটির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। আর মগবাজার থেকে বাকি সাড়ে ৫ কিলোমিটার পথে অংশ নেবে দক্ষিণের নেতাকর্মীরা। বিভিন্ন রুট ঘুরে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে পদযাত্রা শেষ হবে বিকেল ৪টায়।

গত বুধবার (১২ জুলাই) সরকারের পদত্যাগ দাবিতে এক দফা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি বাস্তবায়নের প্রথম ধাপ হিসেবে সেদিনই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়।

আগামীকাল বুধবারও (১৯ জুলাই) একই সময়ে আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

এদিনের যাত্রাপথ হিসেবে দেখানো হয়েছে, আব্দুল্লাহপুর– বিমানবন্দর– কুড়িল বিশ্বরোড– নতুন বাজার– বাড্ডা– রামপুরা ব্রিজ– আবুল হোটেল– খিলগাঁও– বাসাবো– মুগদাপাড়া– সায়েদাবাদ–যাত্রাবাড়ী চৌরাস্তা।

অপরদিকে রাজধানীতে বিকেলে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। ফলে যানজট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]