রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মুরগির ঘরে মিলল ১৫ ফুট লম্বা অজগর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

মুরগির ঘরে মিলল ১৫ ফুট লম্বা অজগর

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মুরগির ঘর থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার মধ্য সোনাতলা গ্রামের জেলে রফিকুল হাওলাদারের বাড়ির মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা। পরে একইদিন দুপুরে অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে ভিটিআরটি দলনেতা মো. খলিল হাওলাদার জানান, সোমবার সকালে রফিকুল হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম মুরগি ছাড়তে যান। এ সময় তিনি মুরগির ঘরের ভেতর অজগর সাপটি দেখে ভয়ে সরে যান। খবর পেয়ে বেলা ১১টার দিকে গিয়ে ঐ বাড়ির মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। এরপর ওয়াইল্ড টিমের মাঠ সমন্বয়কারী আলম হাওলাদারের কাছে হস্তান্তর করা হয়। শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করার পর বনে অবমুক্ত করা হয় সাপটি।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মাহাবুব হাসান জানান, অজগরটি উদ্ধারের পর অফিসে নিয়ে আসেন ওয়াইল্ড টিম ও ভিটিআরটি সদস্যরা। অজগরটির ওজন প্রায় ৩০ কেজি এবং লম্বায় ১৫ ফুট। দুপুরে সাপটি বনে অবমুক্ত করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]