বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লটারিতে অর্ধ কোটি টাকা মূল্যের গাড়ি পেলেন বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট

লটারিতে অর্ধ কোটি টাকা মূল্যের গাড়ি পেলেন বাংলাদেশি যুবক

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকেট র‌্যাফেল ড্রতে ৫০ লাখ টাকা মূল্যের ব্র্যান্ড নিউ র‌্যাংলার জিপ গাড়ি জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী।

মিন্টু চন্দ্র বারী নামের ওই প্রবাসী আবুধাবির আল-আইনে বসবাস করেন। মাত্র ১৫০ দিরহাম দিয়ে বিগ টিকিটের ‘ড্রিম কার’ লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, মিন্টু চন্দ্র আবুধাবিতে একটি স্যালুনে কাজ করেন। ২০০৯ সাল থেকেই মধ্যপ্রাচ্যে রয়েছেন তিনি। আল-আইনের ‘গার্ডেন সিটিতে’ থাকেন এই প্রবাসী।

গাড়িজয়ী ভাগ্যবান এই বাংলাদেশি খালিজ টাইমসকে বলেছেন, ‘যখন জানতে পারি আমি গাড়ি জিতেছি, আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার ভাই প্রথমে গাড়ি জেতার বিষয়টি আমাকে জানায়। এরপর বিগ টিকিটের ওয়েবসাইটে গিয়ে আমার কয়েকজন বন্ধু বিষয়টি নিশ্চিত করে।’

মিন্টু চন্দ্র এবারই প্রথমবার লটারির টিকেট কিনেছেন এমনটি নয়। নিজের ভাগ্য পরীক্ষার জন্য গত ৮-৯ বছর ধরে নিয়মিত টিকেট কিনেছেন তিনি।

মিন্টু জানিয়েছেন, আল-আইন আন্তর্জাতিক বিমানবন্দরে বিগ টিকিটের দোকান থেকে এই ‘ড্রিম কার’ লটারির টিকিটটি কিনেছিলেন তিনি।

এই প্রবাসী জানিয়েছেন গাড়ি জেতার খবরে তার ছেলে-মেয়ে ও স্ত্রী বেশ খুশি হয়েছেন। তিনি বলেছেন, ‘এটি আমার স্ত্রী, দুই সন্তান ও আমার জন্য জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত। আমার গাড়ি জেতার খবরে তারা বেশ খুশি হয়েছে।’

মিন্টু জানিয়েছেন, এখন তার ইচ্ছা হলো আমিরাতে নিজের একটি স্যালুন খোলা এবং পরিবারের সদস্যদের এখানে নিয়ে আসা।

আরব আমিরাতে র‌্যাংলার জিপ গাড়ির মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকার সমান।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]