শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মাসে ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল ৩৫২

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৪ জন, ঢাকায় ৪ জন। এই নিয়ে চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫২ জনের। চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭০৮ জন। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৯৮২ জন। চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৯৮ হাজার ৭৫৬ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত  হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬৩২ জন। দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৮৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৬৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩’শ ৭৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৩৪ জন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৩ অপরাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]