বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় দলবল নিয়ে সৌদি প্রবাসীর ক্ষেতের পাকা ধান কেটে নিলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

আলফাডাঙ্গায় দলবল নিয়ে সৌদি প্রবাসীর ক্ষেতের পাকা ধান কেটে নিলেন ইউপি চেয়ারম্যান

ফরিদপুরের আলফাডাঙ্গায় দলবল সহকারে এক সৌদি প্রবাসীর জমির পাকা ধান কেটে নিয়েছেন ইউপি চেয়ারম্যান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতিতেই তারা জমির ওই ধান কেটে নিয়ে যায়।

বুধবার (০৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই সৌদি প্রবাসী।

মো. দবির মোল্লা নামে ওই সৌদি প্রবাসী অভিযোগ করেন, উপজেলার ৩ নং আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিষারঘোপে তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪৫ শতাংশ জমি রয়েছে। ওই জমি তার পিতা গৌর শঙ্কর ঘোষের নিকট থেকে ক্রয় করেন। দবির মোল্লা দাবি করেন, ওই জমি নিয়ে আদালতে মামলা ছিলো। এসব মামলায় তার পক্ষে রায় এসেছে। কিন্তু তারা আদালতের রায়ও মানছেনা।

প্রায় এক যুগ ওই জমি পতিত ছিলো। ফেব্রুয়ারি মাসে সৌদি থেকে তিনি এসে সেখানে ধান রোপণ করেন। ধান পেকে উঠলে বুধবার সকালে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল এবং ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রাজ্জাক মোল্লা লোকজন নিয়ে ধান কাটতে আসেন। তিনি এসময় ৯৯৯ এর জরুরি নম্বরে ফোন করলে আলফাডাঙ্গা থানার এস আই আকবর আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, এসময় পুলিশের সামনেই ইউপি চেয়ারম্যানের লোকেরা দবির মোল্লা ও তার স্ত্রী ফাহমিদা ইসলাম মুক্তা সহ পরিবারের উপড়ে তেড়ে আসেন। তারা কারো কথায় কর্ণপাত না করে জমির সব ধান কেটে নিয়ে যায়।

প্রবাসীর স্ত্রী ফাহমিদা ইসলাম মুক্তা অভিযোগ করেন, এর আগে তারা জমির উপর লাগানো আম ও পেপে সহ বিভিন্ন গাছের চারা কেটে ফেলে। তারা বারবার পুলিশের দ্বারস্থ হলেও কোন প্রতিকার পাচ্ছেন না। উল্টো তার স্বামীর বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করেছে। বর্তমানে তারা পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। গ্রামেও থাকতে পারছেন না।

এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, উত্তরাধিকার সূত্রে ওই জমি আমাদের। আমার জমির ধান আমি কেটে নিয়েছি। দবির মোল্লা আমাদের জমিতে অন্যায়ভাবে ধান রোপণ করেন।

এব্যাপারে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসা আলফাডাঙ্গা থানার এসআই আকবর আলী বলেন, কেটে নেয়া ধান ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে দেয়ার জন্য বলা হয়েছে। এবিষয়টি নিয়ে উভয়পক্ষ বসে মিটমাট করে নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোন লিখিত অভিযোগ করা হলে সেব্যাপারে উর্ধতন কর্মকর্তার নির্দেশক্রমে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৮ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]