সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি’র ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগ

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি :   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

জবি’র ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতায় ছাত্র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মনোবিজ্ঞান বিভাগ এবং ছাত্রী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে উদ্ভিদবিজ্ঞান বিভাগ। উভয় ক্যাটাগরিতেই রানার্সআপ হয়েছে অর্থনীতি বিভাগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের মাঠে উভয় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ফাইনাল শেষে ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) এর আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ৫ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৩-২৪ (ছাত্র-ছাত্রী) এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামালউদ্দীন আহমদ জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশাবাদ ব্যক্ত করে বলেন, “খেলাধুলার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি প্রসার পাচ্ছে। ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশে স্মার্ট খেলোয়াড়রাই সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এছাড়া ভবিষ্যতে শিক্ষার্থীদের আর্থিক সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা আছে বলে জানান ট্রেজারার।

ছাত্র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ

ক্রীড়া উপ-কমিটি (ভলিবল, বাস্কেটবল ও হ্যান্ডবল) এর আহবায়ক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং ক্রীড়া উপ-কমিটির সদস্যবৃন্দ সহ অন্যান্যরা।

ছাত্র ক্যাটাগরির চ্যাম্পিয়ন দলের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান বলেন, বিভাগের ইতিহাসে এটা সেরা অর্জন। বিগতবার ছাত্রীদের ক্যাটাগরিতে আমরা রানার্সআপ হয়েছিলাম এবার চ্যাম্পিয়ন হতে পেরে গর্বিত। শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়েছে।

এবছর ভলিবল প্রতিযোগিতার সেরা খেলোয়াড় (ছাত্র) হিসেবে মনোবিজ্ঞান বিভাগের গোলাম সারোয়ার এবং সেরা খেলোয়াড় (ছাত্রী) হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রোকসানা খাতুন নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]