শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ২৫ টাকা, ক্রেতাতের মাঝে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ২৫ টাকা, ক্রেতাতের মাঝে স্বস্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। গত চারদিন আগেও যা বিক্রি হয়েছিল ১১৫-১২০ টাকায়। চারদিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম ২৫ টাকা কমায় ক্রেতাতের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে। আমদানি করায় পেঁয়াজের দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

জানা গেছে, একমাস আগে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল ৭০ টাকায়। হঠাৎ দাম বেড়ে তা হয় ১২০ টাকা। গ্রামীণ দোকানগুলোতে ১৩০ টাকাও কেজি বিক্রি হয়েছে।

মিরসরাই পৌর সদরের মোজাম্মেল স্টোরের মালিক মোজাম্মেল হোসেন বলেন, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ টাকা করে। আমরা গত চারদিন ধরে ৯৫ টাকা কেজি দরে বিক্রি করছি। এর আগে কিছুদিন প্রতি কেজি ১১৫ টাকায় বিক্রি করেছি।

পেঁয়াজ কিনতে আসা শফিউল্লাহ বলেন, সরকার পেঁয়াজ আমদানি করার পর দাম কমেছে ২৫ টাকা। আমি জানতে পেরেছি পেঁয়াজের দাম আরো কমবে।

মিরসরাই সদরে বাজার করতে আসা মোহাম্মদ রিপন বলেন, আলু-পেঁয়াজের দামে স্বস্তি এসেছে। পেঁয়াজের দাম আরো কমলে ভালো হবে।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, সরকার পেঁয়াজ আমদানির পর দাম কমেছে। কোনো ব্যবসায়ি যদি অতিরিক্ত দামে বিক্রি করেন, অভিযান পরিচালনা করে ক্রয়ের রশিদ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:২২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]