শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ছোটপর্দার সেরা অপূর্ব-মেহজাবীন-ফারিণ-পূজা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ছোটপর্দার সেরা অপূর্ব-মেহজাবীন-ফারিণ-পূজা

আবারো ছোটপর্দার সেরা তারকাদের সম্মান জানানো হলো। তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছিল দীপ্ত টেলিভিশনের ‘দীপ্ত অ্যাওয়ার্ড ২০২৩’। গত এক বছরে দীপ্ত টেলিভিশনে প্রচারিত একক ও ধারাবাহিক নাটক, ডাবিং সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে আলোচিত ওয়েব ফিল্মগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’র কনটেন্টগুলোর মধ্যে সেরা ওয়েব ফিল্ম রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’, অভিনয়শিল্পী (পুরুষ) জিয়াউল ফারুক অপূর্ব (ওয়েব ফিল্ম: আইক্যান ম্যান), অভিনয়শিল্পী (নারী) তাসনিয়া ফারিণ (ওয়েব ফিল্ম: নিকষ)। একক নাটক ক্যাটাগরিতে সেরা নাটক ভিকি জাহেদ পরিচালিত ‘কাজলের দিনরাত্রি’, অভিনয়শিল্পী (পুরুষ) মোশাররফ করিম (নাটক: ভাগ্য রেখা), অভিনয়শিল্পী (নারী) মেহজাবীন চৌধুরী’ (নাটক : কাজলের দিনরাত্রি)।

সেরা ধারাবাহিক নাটক বিভাগে সেরা নাটক সাজ্জাদ সুমন পরিচালিত ‘মাশরাফি জুনিয়ার’, অভিনয়শিল্পী (পুরুষ) আ খ ম হাসান (নাটক : বকুলপুর), অভিনয়শিল্পী (নারী) রেজমিন সেতু (নাটক : জবা)। ডাবিং সিরিয়াল ক্যাটাগরিতে সেরা ধারাবাহিক টার্কিশ ড্রামা ‘আমাদের গল্প’। এছাড়া দীপ্ত বিশেষ অ্যাওয়ার্ডে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আলী মুন্না পরিচালিত ওয়েব ফিল্ম ‘অপলাপ’, অভিনয়শিল্পী (পুরুষ) মুশফিক আর ফারহান (নাটক : কলঙ্ক) ও অভিনয়শিল্পী (নারী) পূজা চেরি (ওয়েব ফিল্ম : পরি)।

আজীবন সম্মাননা ২০২৩-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের কিংবদন্তী অভিনয়শিল্পী দিলারা জামান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছেন উপমা ও তার দল, রেজমিন সেতু ও তার দল। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সংগীতে ছিলেন রাজিব, অবন্তী সিঁথি, রেহান রাসুল, প্রতিক হাসান ও আনিকার পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুহানি সালসাবিল লাবণ্য।

মোট ১৩টি ক্যাটাগরিতে দর্শক ভোট দিয়েছেন। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোট ও জুরিবোর্ডের বিচার বিবেচনায় নিয়ে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]