শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলারদের সতর্ক করলেন বাফুফে সভাপতি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

ফুটবলারদের সতর্ক করলেন বাফুফে সভাপতি

হার দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী লেবাননকে রুখে দিয়েছেন জামাল ভূঁইয়ারা। তাতে সুখবরের পাশাপাশি ফুটবলারদের সতর্কও করে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ও দ্বিতীয় রাউন্ড মিলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই চার ম্যাচেই বাংলাদেশের ফুটবলাররা কার্ড দেখেছেন ১৪টি। এর মধ্যে একটি লালকার্ডও আছে। জুনিয়র সোহেল রানা বাছাইয়ের প্রথম পর্বে মালদ্বীপের বিপক্ষে ঢাকার ম্যাচে লালকার্ড পাওয়ায় মিস করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদ উদ্দিন ও রাকিব হোসেন হলুদকার্ড দেখে সাসপেনশনে ছিলেন লেবাননের বিপক্ষে ম্যাচে। সাদ উদ্দিন আগের হলুদকার্ড দেখেছিলেন মালেতে মালদ্বীপের বিপক্ষে সমতাসূচক গোলের পর জার্সি খেলায়। আর রাকিব হলুদকার্ড দেখেছিলেন মালদ্বীপের বিপক্ষে ঢাকার ম্যাচে।

ঘরের মাঠে লেবাননের বিপক্ষে সাদ ও রাকিবকে না পাওয়া ছিল দলের জন্য বড় ধাক্কা। এ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, ‘পরপর দুই ম্যাচে হলুদকার্ড পেলে সাসপেন্ড তা জানা ছিল না সাদ ও রাকিবের। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম। তারা জানতো তিন কার্ডের পর এক ম্যাচ অফ। আসলে কোয়ালিফাইং রাউন্ডে দুই হলুদকার্ডের পর এক ম্যাচ অফ। এটা আসলে মিস কমিউনিকেশন।’

সংবাদ সম্মেলনে অধিনায়কের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন বাফুফে ও টিম ম্যানেজমেন্টের কর্মকর্তারা। কারণ, একজন পেশাদার ফুটবলার হিসেবে জামাল ভূঁইয়ারও নিয়ম জানা উচিত ছিল। তিনি কেন খেলোয়াড়দের আগে জানাননি? রাকিব-সাদের নিয়ম না জানার দায় অধিনায়কেরও।

এদিকে মঙ্গলবার লেবাননের বিপক্ষে ম্যাচের পর কার্ড পাওয়া মোরসালিনসহ অন্যদের সতর্ক করে দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালউদ্দিন। অস্ট্রেলিয়ায় কার্ড পেয়ে এ ম্যাচ খেলতে না পারা রাকিবকে দেখেও চোখ রাঙিয়েছেন তিনি। মঙ্গলবার তাকে উদ্দেশ্য করে কাজী সালাউদ্দিন বলেন, ‘তুমি এখানে কেন? এই ম্যাচ হারলে তোমরাই এর জন্য দায়ী থাকতে।’

বাফুফে সভাপতি আরো বলেন, ‘আগামীতে এসব বরদাস্ত করা হবে না। আমি ম্যাচের পর মোরসালিনকে ডেকে বলেছি, কেন সে এমন উদযাপন করলো। কেন ওভাবে দৌড় দিয়ে শক্তি ক্ষয় করেছে। তাকে এটাও বলেছি, আমি কোচ হলে তাকে শাস্তি দিতাম। আগেও ফুটবলারদের বলেছি, এভাবে গোলের উদযাপন না করতে। কিন্তু কেউ শুনছে না। অহেতুক কার্ড দেখছে।’

সালাউদ্দিন বলেন, ‘ভালো রেজাল্ট করলে যেমন বোনাস দেবো, তেমন ডিসিপ্লিন ব্রেক করলে জরিমানাও করা হবে ভবিষ্যতে। আমি সবাইকে সতর্ক করে দিয়েছি।’

Facebook Comments Box
advertisement

Posted ৬:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]