শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরোনো ঠিকানায় ফিরছেন হার্দিক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

২০১৩ সালে ভারতের ঘরোয়া টি-২০ লিগে মুম্বাইয়ের হয়ে অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার। এরপর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন মাঠ মাতিয়েছেন। তবে ২০২২ সালে গুজরাট টাইটান্সে পাড়ি দেন এ অলরাউন্ডার।

গুজরাট টাইটান্সে যোগ দিয়েই নতুন দলটিকে শিরোপা জেতান হার্দিক পান্ডিয়া। সবশেষ আসরেও খেলেছিলেন ফাইনালে। তবে এবার গুজরাট ছেড়ে দিচ্ছেন তিনি। ফিরছেন তার পুরনো ঠিকানা মুম্বাই ইন্ডিয়ান্সে। খবর ইএসপিএনের।

তারা জানিয়েছে, ২০১৫ সালে যেখান থেকে মুম্বাইয়ের হয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন হার্দিক, সেই ঠিকানায় ফেরত যাচ্ছেন তিনি। হার্দিককে কিনতে ১৫ কোটি টাকার চুক্তি করছে মুম্বাই। এছাড়াও হার্দিকের পারিশ্রমিক আছে আলাদা, সেই অঙ্কটা প্রকাশ করা হয়নি। ট্রান্সফার ফির ৫০ শতাংশ পাবেন হার্দিক নিজে।

চুক্তিটা সম্পন্ন হয়ে গেলে তা হবে আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড় দল বদলের ঘটনা। এই ব্যাপারে কোন ফ্যাঞ্চাইজি অবশ্য মন্তব্য করেনি। মুম্বাইয়ের জন্য চ্যালেঞ্জ হচ্ছে খেলোয়াড় কেনার জন্য তাদের হাতে আছে আর ৫০ লাখ রুপি।

এছাড়াও আগামী নিলামের সঙ্গে মিলিয়ে আরো ৫ কোটি যুক্ত করতে পারে তারা। এর মানে হচ্ছে হার্দিককে পেতে একজন খেলোয়াড়কে ছেড়ে দিতে হবে মুম্বাইকে। ২৬ নভেম্বরের মধ্যে করতে হবে এই কাজ।

গুজরাটে দুই মৌসুমে দারুণ সফল হার্দিক। তার নেতৃত্বে এক শিরোপা আর আরেকটির ফাইনাল খেলে গুজরাট। ব্যাটে-বলেও দলের সাফল্যে বড় ভূমিকা ছিল তার।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]