সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

২১টি আসনে ছিটকে পড়লেন তিন এমপি, ১৪টিতে সাবেকরাই বহাল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে আওয়ামী লীগের বর্তমান তিন সংসদ সদস্য ছিটকে পড়েছেন। ১৪টিতে সাবেকরাই বহাল রয়েছেন। শরীক দলের কাছে ছেড়ে দেয়া চারটি আসনে আনা হয়েছে দলের নতুন মুখ। দলের মনোনয়ন ঘোষণার পরপরই আনন্দ উল্লাসে মেতে ওঠেন নেতাকর্মীরা। তবে মনোনয়ন বঞ্চিতদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হবেন বলে জানা গেছে।

রোববার (২৬ নভেম্বর) রাতে বরিশাল বিভাগের সবগুলো জেলার চিত্র ছিলো এমনই। ঢাকঢোল বাজিয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণ এদিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার টিকিট দেয়া হয়। তবে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের অনুসারী কাউকেই দেখা যায়নি।

বরিশাল বিভাগের একুশটি আসনের মধ্যে আওয়ামী লীগের বর্তমান তিন সংসদ সদস্য ছিটকে পড়েছেন।

তারা হলেন: বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলমের পরিবর্তে তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল-৪ আসনে পঙ্কজ নাথের বিপরীতে শাম্মী আহমেদ এবং বরগুনা-২ আসনে শওকত হাসানুর রহমান রিমনের পরিবর্তে নৌকার টিকিট পেয়েছেন সুলতানা নাদিরা জলি।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোটের শরীক দলের কাছে ছেড়ে দেয়া ৪টি আসনে নিজেদের প্রার্থী এনেছে। বরিশাল-৩ এ এস এম খালেদ স্বপন, বরিশাল ৬ এ হাফিজ মল্লিক, পিরোজপুর ২ এ কানাই লাল বিশ্বাস, এবং পিরোজপুর ৩ এ আশরাফুর রহমান। বাকি ১৪টি আসনে সাবেকরাই বহাল রয়েছেন।

মনোনয়ন পাবার পরপরই ঝালকাঠি, পিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী -সব আসনের প্রার্থীদের অনুসারীরা মিছিল বের করেন।

বিভাগের ২১টি আসনে এবার দলীয় মনোনয়ন চেয়েছিলেন ২৫৭ জন প্রার্থী। তবে দলের হাইকমান্ড নমনীয়তা দেখাবে এমন ইঙ্গিতে অনেকেই বিদ্রোহী হতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

বরিশাল বিভাগের ২১টি আসনের চিত্র:

 

বরিশাল বিভাগের ২১টি আসনের চিত্র:
বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শমভু
বরগুনা-২- শওকত হাচানুর রহমান রিমন কে বাদ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে সুলতানা নাদিরা জলি।
পটুয়াখালী-১ মো. আফজাল হোসেন
পটুয়াখালী-২ আ, স, ম, ফিরোজ
পটুয়াখালী-৩ এস. এম শাহজাদা
পটুয়াখালী-৪ মো. মহিববুর রহমান
ভোলা-১ তোফায়েল আহমেদ
ভোলা-২ আলী আজম
ভোলা-৩ নুরন্নবী চৌধুরী
ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব
বরিশাল-১ আবুল হাসানাত আবদুল্লাহ্
বরিশাল-২ – শাহে আলম কে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে তালুকদার মো. ইউনুস।
বরিশাল-৩ বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এস এম খালেদ স্বপন
বরিশাল-৪- পংকজ নাথ কে বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে ডক্টর শাম্মী আহমেদ।
বরিশাল-৫ জাহিদ ফারুক
বরিশাল-৬- বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নাসরীন জাহান রত্না, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হাফিজ মল্লিক।
 

ঝালকাঠি-১ বজলুল হক হারুন
ঝালকাঠি-২ আমির হোসেন আমুপিরোজপুর-১ শ. ম. রেজাউল করিম
পিরোজপুর-২- বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু, আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কানাই লাল বিশ্বাস।
পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান

চলতি মাসের ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]