সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার ৬ আসনে প্রার্থী ৫৩ জন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

খুলনার ৬ আসনে প্রার্থী ৫৩ জন

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। নির্বাচনে অংশ নিতে খুলনার ছয়টি আসনে ৫৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে খুলনা-১ আসনে ছয়জন, খুলনা-২ আসনে ৯ জন, খুলনা-৩ আসনে পাঁচজন, খুলনা-৪ আসনে ১৪ জন, খুলনা-৫ আসনে সাতজন এবং খুলনা-৬ আসনে ১২ জন প্রার্থী হয়েছেন।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন। তারা হলেন- নৌকা প্রার্থী ননী গোপাল মন্ডল, জাতীয় পার্টির কাজী হাসানুর রশিদ, জাকের পার্টির আজিজুর রহমান, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক, স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায় ও স্বতন্ত্র প্রার্থী শেখ আবেদ আলী।

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯ জন। তারা হলেন- নৌকা প্রার্থী শেখ সালাহউদ্দিন, জাতীয় পার্টি গাউসুল আজম, গণতন্ত্রী পার্টির মতিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, জাকের পার্টি ফরিদা পারভীন, ইসলামী ঐক্যজোট হিদায়েতুল্লাহ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) বাবু কুমার রায়, বিএনএম প্রার্থী আব্দুল্লাহ আল আমিন ও স্বতন্ত্র প্রার্থী সাঈদুর রহমান।

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন। তারা হলেন- নৌকা প্রার্থী এস এম কামাল হোসেন, জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন, জাকের পার্টির এসএম সাব্বির হোসেন, স্বতন্ত্র প্রার্থী কাইজার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী ফাতেমা জামান সাথী।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- নৌকা প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী, জাকের পার্টির শেখ আনছার আলী, জাতীয় পার্টির ফরহাদ আহমেদ, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি) মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দীন খান, বিএনএম প্রার্থী এস এম আজমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম মোর্ত্তজা রশিদী দারা, স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা, স্বতন্ত্র প্রার্থী এমডি এহসানুল হক, স্বতন্ত্র প্রার্থী রেজভী আলম, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এইচ এম রওশান জামির।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- নৌকা প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ, জাতীয় পাটির শাহীদ আলম, জাকের পার্টি সামাদ শেখ, স্বতন্ত্র প্রার্থী ফুলতলা উপজেলা আ’লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আকতার, বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- নৌকা প্রার্থী রশীদুজ্জামান, জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, ন্যাশনাল পিপলস্ পার্টি (এন পি পি) আবু সুফিয়ান, জাকের পাটির শেখ মর্তুজা আল মামুন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম, বিএনএম প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপির গাজী নাদীর উদ্দীন খান, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, স্বতন্ত্র প্রার্থী গাজী মোস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী জি এম মাহবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী অহিদুজ্জামান মোড়ল।

খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান, প্রার্থী হতে ৫৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে জমা দিয়েছেন ৫৩ জন। ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হবে।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। এর পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার। প্রচার চালানো যাবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

Facebook Comments Box
advertisement

Posted ৫:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]