বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নানা আয়োজনে শাবিপ্রবিতে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

নানা আয়োজনের মধ্যে দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ডিনস ফোরাম, উদযাপন কমিটি, হল প্রশাসন, বিভিন্ন বিভাগ, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, শাবি প্রেসক্লাব ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এর আগে, সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন শুরু হয়।

বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেওয়ার পর সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন-২ থেকে একটি বিজয় শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে গোল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করে আমরা এই বিজয় অর্জন করেছি। তাদের ও দোসরদের পরাজিত করে এ জাতীয় পতাকা উড্ডীন করেছি। যারা এই পতাকাকে আঘাত করবে এবং রাজনৈতিক, স্বাধীনতা ও অর্থনৈতিক অধিকারকে যারা হরণ করতে আসবে, তাদের সর্বশক্তি ও রক্ত দিয়ে হলেও প্রতিহত করতে হবে। পাকিস্তানিদের পরাজিত ও তাদের দোসরদের চোখ রাঙানোকে উপেক্ষা করে আমরা এ স্বাধীনতা লাভ করেছি।

সমাবেশে বিজয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. আনোরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]