সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি’র অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দিনকে অব্যাহতি

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

জবি’র অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দিনকে অব্যাহতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) আর্থিক খাতে অনিয়মের জন্য সমালোচিত অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী নাসির উদ্দিনকে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে অব্যাহতির বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, ১ জানুয়ারি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দীনকে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

২০১৯ সালের ২৩ জুন অর্থ পরিচালক হিসেবে যোগদান করেন কাজী মো. নাসির উদ্দিন। ২০২১ সালের ২২ জুন তার মেয়াদ শেষ হলেও অর্থ পরিচালক পদে দেড় বছর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন। অভিযোগ আছে সাবেক ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদের ঘনিষ্ঠ হওয়ায় তিনি স্বপদে অনির্দিষ্টকালের জন্য বহাল থাকেন। বিশ্ববিদ্যালয়ের বাজেট ট্রেজারারের তৈরি করার কথা থাকলেও কাজী নাসির উদ্দিন সাবেক ট্রেজারারের বাজেট উপস্থাপন করতেন। বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অর্থ, কোনো খাতে কত টাকা বরাদ্দ দিতে হবে তা নিয়ন্ত্রণ করতেন কাজী নাসির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘সম্মানী সিন্ডিকেট’ এর জন্যও সমালোচিত হন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]