বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়োজনে নিজস্ব অর্থ দিয়ে হলেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে জনগণকে মুক্ত করবো: খসরু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

প্রয়োজনে নিজস্ব অর্থ দিয়ে হলেও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে জনগণকে মুক্ত করবো: খসরু চৌধুরী

ঢাকা ১৮ আসনের সংসদের সদস্য মোঃ খসরু চৌধুরী (সি আই পি )বলেন , জনগণের সুবিধার জন্য জলাবদ্ধতা নিরশণে দ্রুত কাজ করতে হবে। এজন্য প্রাথমিক ভাবে ড্রেনের ময়লা ও বালি পরিষ্কারের জন্য প্রয়োজনে বেশি শ্রমিক কে কাজে লাগাতে হবে। সিটি কর্পোরেশন যদি তাদের খরচ বহন করলে ভালো, না করলে আমি নিজে টাকা দিব । সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্ত করতে হবে।

আজ ১৪ জানুয়ারী রবিবার সকালে হযরত শাহ্ কবির মাজার রোডে সিএজি পাম্প এবং আর্ক হাসপাতাল এর সামনে জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করে এবং জলাবদ্ধতা নিরসনের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ নিতে গিয়ে এসব কথা বলেন।

খসরু চৌধুরী বলেন, আজমপুর থেকে উত্তরখান যাওয়ার প্রধান সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।এই সড়কের সিএনজি পাম্প এলাকায় প্রায় আধা কিলোমিটার রাস্তায় বছরব্যাপি এক হাটু পানি থাকে। নিয়মিত দুর্ঘটনা ঘটে, ময়লাযুক্ত পানিতে মানুষের জামা কাপড় নষ্ট হয়। আর্ক হাসপাতালের পাশের ড্রেনটি মজিবর মার্কেট পর্যন্ত পরিস্কার করলে ৬০ % সমস্যা সমাধান হবে, পানি নিস্কাশনের বিকল্প রাস্তা বের করে আগামী ছয় মাসের ভিতরে স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে। এসময় এমপি মোঃ খসরু চৌধুরী ৪৭ ও ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর এবং পরিচ্ছন্ন কর্মীদের করনীয় বিষয়ে পরামর্শ দেন।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোতালেব মিয়া , ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি এম শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় গন্য মান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]