শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট

চট্টগ্রামে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামে মাদক মামলায় মোহাম্মদ সেন্টু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত সেন্টু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেওগুর এলাকার মোহাম্মদ সোহরাবের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোহাম্মদ সেন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন সেন্টু। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১৭ জুলাই নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকা থেকে ২৪ হাজার ২০০ ইয়াবাসহ সেন্টুকে গ্রেফতার করে র‍্যাব। ওই ঘটনায় বাকলিয়া থানায় মামলা করেন র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি আব্দুল্লাহ আল মাহমুদ।

মামলাটির তদন্ত শেষে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২২ সালের ৮ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। মামলাটিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]