বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা শুরু: নোয়াখালীতে পরীক্ষার্থী সাড়ে ৪৩ হাজার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

এসএসসি পরীক্ষা শুরু: নোয়াখালীতে পরীক্ষার্থী সাড়ে ৪৩ হাজার

সারাদেশের ন্যায় বৃহস্পতিবার থেকে নোয়াখালীতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলায় এ পরীক্ষায় অংশ নিচ্ছে ৪৩ হাজার ৭৫১ পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসিতে ৩২ হাজার ৩৯৪, দাখিলে ৯ হাজার ৫১৯, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ হাজার ৩৮ জন রয়েছে। মোট ৭৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই পরীক্ষা।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে বাংলা বিষয়ের পরীক্ষা শুরু হয়েছে, শেষ হবে ১২ মার্চ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালীর সদর উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ৯০৩ জন, দাখিলে ১ হাজার ৪৫৯ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৪৭৫ জন। সুবর্ণচর উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৫৫ জন, দাখিলে ৮২৩ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১৩১ জন। কবিরহাট উপজেলায় এসএসসিতে ২ হাজার ৫৪৩ জন, দাখিলে পরীক্ষার্থী ৬৯২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৬৬ জন। কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮১৬ জন, দাখিলে ১ হাজার ৩২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১৯৭ জন। সেনবাগে উপজেলায় এসএসসিতে ২ হাজার ৮২৮ জন, দাখিলে ১ হাজার ১৬ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ১৮৭ জন।

এছাড়াও চাটখিল উপজেলায় এসএসসিতে ২ হাজার ৬ জন এবং দাখিলে ৭২৫ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ২৭৪ জন। সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ৭৪৮ জন, দাখিলে ৯৮২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ২০ জন। হাতিয়া উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২ হাজার ৭১৭ জন, দাখিলে পরীক্ষার্থী ৯৪২ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৯৯ জন। বেগমগঞ্জ উপজেলায় ৬ হাজার ৪৫৫ জন, দাখিলে ১ হাজার ৭৪৮ জন, এসএসসি ও দাখিল ভোকেশনালে ৩৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]