বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় নারী ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ মার্চ ২০২৪ | প্রিন্ট

বরগুনায় নারী ভোটারদের দীর্ঘ লাইন

বরগুনার আমতলী পৌর নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগেই কয়েকটি ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।

শনিবার সকাল ৭টা থেকেই ২ নম্বর ওয়ার্ডের এ.কে স্কুলসহ কয়েকটি ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে শুরু করেন ভোটাররা। সকাল সাড়ে ৭ টার মধ্যেই ২০০ জনের মতো ভোটার হাতে জাতীয় পরিচয়পত্র নিয়ে কয়েকটি লাইনে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যান।

একেন্দ্রে ভোট দিতে এসে নারী ভোটার শিরিন সুলতানা বলেন, সারাদিন নারীদের ঘরে অনেক কাজ থাকে। তাই ভোটগ্রহণ শুরুর আগেই আমরা নারী ভোটাররা এসে লাইনে দাঁড়িয়েছি। যাতে করে ভোটগ্রহণ শুরু হলেই তাড়াতাড়ি ভোট দিতে পারি।

আমতলী ওয়াবদা মাদরাসা কেন্দ্রেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। ভোটার মিলন রানী বলেন, সকালে ভিড় একটু কম থাকে। তাই তাড়াতাড়ি ভোট দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে সকাল সকাল ভোট দিতে এসেছি।

স্থানীয় ভোটাররা জানান, আমতলী পৌর নির্বাচনে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্দ্বী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান মেয়র মোবাইল প্রতীকের প্রার্থী মো. মতিয়ার রহমান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খান নান্নুর মধ্যে।

এ.কে স্কুল ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা সাইদ মোহাম্মদ ফরহাদ বলেন, এ ভোট কেন্দ্রে মোট ১৬৭৯ জন ভোটার। যার মধ্যে নারী ভোটার ৮৭৯ এবং পুরুষ ভোটার ৮০০ জন। ভোট গ্রহণ শুরুর প্রথম ঘণ্টায় ১১৪ টি ভোট গ্রহণ হয়েছে।

জানা যায়, আমতলী পৌরসভা নির্বাচনে ৯ জন মেয়র, সংরক্ষিত আসনে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জনসহ মোট ৫৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হচ্ছে ইভিএমে। মোট ভোটার ১৫ হাজার ৮৩৯ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৫৭৮ এবং নারী ভোটার ৮ হাজার ২৫৯ জন। সকাল ৮টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী জানান, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে গ্রহণে প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২ প্লাটুন বিজিবি, ৯০ জন আনসার ব্যাটালিয়ন, র‌্যাবের ২টি টিম ও পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, শান্তিপূর্ণ উপায়ে ভোটগ্রহণের জন্য কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]