বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তামিমের এই কথাটা শুনতেই খারাপ দেখায়’

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ | প্রিন্ট

‘তামিমের এই কথাটা শুনতেই খারাপ দেখায়’

বেশ অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফেরা নিয়ে নানা আলোচনা চলছে। সবশেষ বিপিএল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই আলোচনা আরো বাড়ে। সে সময় দেশ সেরা এই ওপেনার বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।’

তামিমের এই কথার সূত্র ধরে শনিবার (৯ মার্চ) বসা বিসিবির বোর্ড সভায় সভাপতি নাজমুল হাসানকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, তামিমের সঙ্গে বসে এ ব্যাপারে কথা বলা হবে। তামিমের ফেরা ইস্যুতে এত আলোচনায় কিছুটা বিরক্ত আবাহনীর প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে শর্ত দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিষয়টি বিব্রত করছে। সোমবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্সের বিপক্ষে প্রিমিয়ার লিগে আবাহনীর ম্যাচের পর সংবাদ সম্মেলনে কথা বলেন সুজন।

সেখানে সুজন বলেন, ‘দেখুন, তামিমের অভিজ্ঞতা নিয়ে, পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওর সঙ্গে ওভাবে বসে কথা হয়নি।’

এরপর তিনি বলেন, ‘আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো। কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে পরিষ্কার করাটাই ভালো।’

সুজন আরো বলেন, ‘এটার মধ্যে আমাদের থার্ড পারসন না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়।’

বিসিবির এ পরিচালক এরপর বলেন, ‘আমি মূলত কোনো মন্তব্যই করতে চাই না এই বিষয়টা নিয়ে। তবে আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল-এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে আসলে শর্ত থাকবে কী থাকবে না, এই কথাটা শুনতেই খারাপ দেখায়।’

তামিমের শর্ত জুড়ে দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে সুজন বলেন, ‘টিম, সিলেক্টররা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন…অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]