বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২২ মার্চ ২০২৪ | প্রিন্ট

খুলনায় ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি

রমজানের বাকি দিনগুলোতে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে খুলনা ব্লাড ব্যাংক। প্রথম দিনেই গরুর মাংস কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।

শুক্রবার সকাল ৮টা মহানগরীর শিববাড়ি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক।

খুলনা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সালেহ উদ্দিন সবুজের সভাপতিত্বে মেয়র বলেন, গরু, খাসি ও মুরগির দাম এখন সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এ সময় ব্লাড ব্যাংকের এ উদ্যোগ সাধারণ মানুষকে গরুর মাংসের স্বাদ নিতে সহায়তা করবে। ব্লাড ব্যাংকের এ কার্যক্রমের সফলতা কামনা করি।

খুলনা ব্লাড ব্যাংকের সভাপতি সবুজ বলেন, মানুষের পাশে থাকতেই ব্লাড ব্যাংকের জন্ম। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে গরুর মাংসের দাম এত বৃদ্ধি পেয়েছে, যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে। দেশের বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম সাধারণের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রেখে বিক্রি করছেন অনেকে। তাই দেখে আমরাও খুলনাতে এ ধরনের উদ্যোগ নিয়েছি। মাহে রমজানের বাকি দিনগুলোতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা ইচ্ছা করলেই ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যে গরুর মাংস বিক্রি করতে পারেন।

খুলনা ব্লাড ব্যাংকের কমলেশ বাছাড় ও তুহিন হোসেন বলেন, ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির প্রথম দিনেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। সাধারণ মানুষ ন্যায্যমূল্যে গরুর মাংস কিনতে পেরে খুব খুশি। আমরা আশা করি আমাদের এ কার্যক্রম দেখে ব্যবসায়ীরাও ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রয় করবেন।

এদিকে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনতে পেরে স্বল্প ও নিম্ন আয়ের মানুষদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]