বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে গণপরিবহনে চাঁদাবাজি, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ | প্রিন্ট

ময়মনসিংহে গণপরিবহনে চাঁদাবাজি করায় ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা ডিবি পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার রাতে ময়মনসিংহ শহরসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শহরের সি.কে.ঘোষ রোড এলাকার সুদীপ পাল, জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার মানিক মিয়া ও একই এলাকার উজ্জল মিয়া।

ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি মো. ফারুক হোসেন বলেন, এরা দীর্ঘদিন যাবত ময়মনসিংহ নগরীর পাটগুদাম ট্রাফিক মোড়সহ ত্রিশালে গণপরিবহন চলাচলে বিভিন্ন সুবিধা দেওয়ার কথা বলে চাঁদা তুলতেন। এছাড়া সুচনা ট্রান্সপোর্টের ব্যানারে প্রতিটি গাড়ির মালিকদের কাছ থেকে প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা চুক্তিতে মোট ১১৬টি বিভিন্ন পিকআপ ও ট্রাক গাড়ি থেকে চাঁদা তোলে আসছে। অভিযান চালিয়ে এর প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যদেরও শনাক্ত করে গ্রেফতার করতে চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওসি মো. ফারুক হোসেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]