বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তরমুজের দাম ২৫ টাকা, তবুও মিলছে না ক্রেতা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

তরমুজের দাম ২৫ টাকা, তবুও মিলছে না ক্রেতা

তরমুজে সয়লাব হয়েছে জামালপুরের বিভিন্ন বাজার। দামও হাতের নাগালে। তবুও ক্রেতার আসায় তরমুজ স্তূপ করে বসে আছেন ব্যবসায়ীরা। বাজারে যে পরিমাণ তরমুজ আমদানি হয়েছে তার অর্ধেকও ক্রেতা নেই।

মাসের শুরুতে প্রতি কেজি তরমুজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকা দরে। বর্তমানে খুচরা বাজারে সেই তরমুজ বিক্রি হচ্ছে ২৫ থেকে শুরু করে অতিরিক্ত ৩৫ টাকা দরে। তবে পাইকারি বাজারে আরো কম।

সরেজমিনে রোববার (৩১ মার্চ) রাতে পৌর শহরের গেটপাড়, শফি মিয়ার বাজার, স্টেশন রোড, দময়ামী মোড়, সকাল বাজারসহ বিভিন্ন জায়গায় দেখা যায়, দোকানিরা ক্রেতার অপেক্ষায় তরমুজের পসরা সাজিয়ে বসে আছেন। অলস সময় পার করছেন তারা। রমজান ও দাবদাহের কারণে কিছুদিন আগেও তরমুজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ৮০ টাকায়। আর এখন তা ২৫ থেকে ৩৫ টাকায় নামলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না।

গেইটপাড়ে তরমুজ ব্যবসায়ী মানিক বসে আছেন তরমুজ নিয়ে। ক্রেতা আলমগীর এসে একটি তরমুজ মাপতে বললে দোকানি ওজন করে ২৫৪ টাকা দাম চাইলেন। ক্রেতা ২২০ টাকা বলেই চলে যেতে চাইলে পরে ২৩০টাকায় বিক্রি করে দেন।

ক্রেতা আক্তার হোসেন বলেন, গত এক সপ্তাহ আগেও তরমুজের যে দাম ছিল, চলতি সপ্তাহে তার অর্ধেকে নেমে এসেছে। রমজানের শুরুতে তরমুজ কিনতে না পারলেও এখন হাতের নাগালে পাওয়া যাচ্ছে।

তরমুজ ক্রয় করতে আসা যুবক সোহাগ বলেন, ইফতারের জন্য তরমুজ কিনলাম। এখন যদিও দাম অর্ধেকে নেমেছে তাও এ ফল কেনার প্রতি আগ্রহ নেই। তারপরও ৩০ টাকা কেজি দরে একটি কিনেছি।

পৌর শহরের দয়াময়ী মোড় এলাকার তরমুজ বিক্রেতা জয়নাল বলেন, গত কয়েকদিন ধরে দাম কমেছে। আমদানি বেশি হওয়ায় তরমুজের দাম নেমে গেছে।

অপরদিকে জামালপুর পৌর শহরের ডাকপাড়ায় পাইকারি ও খুচরা দরে তরমুজ বিক্রি করা হয়। সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাকে বোঝাই তরমুজ আসছে। প্রতিটি আড়তে স্তরে স্তরে সাজানো রয়েছে বিভিন্ন আকারের তরমুজ। ভোর হবার সঙ্গে সঙ্গেই শহরের বিভিন্ন স্থান থেকে খুচরা ব্যবসায়ীরা এসে তাদের চাহিদা মতো ক্রয় করে নেবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]