শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৬৪ শিক্ষার্থীর বিশেষ পরীক্ষা নিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

১৬৪ শিক্ষার্থীর বিশেষ পরীক্ষা নিলেন ইউএনও

কিশোরগঞ্জের হোসেনপুরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবকাশকালীন মূল্যায়ন পরীক্ষা নামে ব্যতিক্রমী এক পরীক্ষার আয়োজন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মন্ডল। ব্যতিক্রমী এ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করেন ওই উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

শনিবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, বাংলাদেশের সংবিধান ও সমসাময়িক বিষয়ের উপর ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত পরীক্ষায় ১৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ১২১ জন মেয়ে শিক্ষার্থী ও ৪৩ জন ছেলে শিক্ষার্থী ছিল।

পরীক্ষা পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, হোসনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, কৃষি অফিসার একেএম শাহজাহান কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রনক জাহান ও হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা প্রমুখ।

পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ইফতেখার নেওয়াজ জানায়, এসএসসি পরীক্ষার পর এ পরীক্ষাটি আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ। আমরা সংবিধান ও বহির্বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি৷ এ পরীক্ষা ভবিষ্যতে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা যেন মাদক ও কিশোর গ্যাং থেকে নিজেকে মুক্ত রাখে, সে লক্ষ্যে মার্চ মাসের ২০ তারিখ তাদেরকে একটি করে বাংলাদেশের সংবিধান ও কারেন্ট অ্যাফেয়ার্স প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য নিজেকে তৈরি করে নিতে পারে সে লক্ষ্যে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে অবকাশকালীন এ মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়। প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]