বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরীতে শুরু পরীতেই শেষ, মাঝে শাকিব-বুবলী এবং সিনেমার উন্মাদনা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

পরীতে শুরু পরীতেই শেষ, মাঝে শাকিব-বুবলী এবং সিনেমার উন্মাদনা

তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আকর্ষণের বিষয় তাদের ভক্তদের কাছে। বছরজুড়ে তারকাদের ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচিত থাকে বিনোদন অঙ্গন।

বিনোদনজগতে তারকাদের জীবন নিয়ে চর্চা নিয়মিত বিষয়। গত কয়েক বছর এমন অনেক ঘটনাই উন্মাদনায় রেখেছিল দেশের মানুষকে। তবে ২০২২ সালে তারকাদের ব্যক্তিগত জীবন ছাড়াও সিনেমা নিয়ে তৈরি হয়েছিল উন্মাদনা।

২০২২ সালের শুরুতেই আলোচনার জন্ম দিয়েছিলেন পরীমনি। ১০ জানুয়ারি সংবাদমাধ্যমে প্রকাশ পায় পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এ খবরের রেশ ধরে পরে বেরিয়ে আসে পরী-রাজের বিয়ের খবরটাও।

বছরের শেষ বিস্ফোরণটাও ঘটনালেন পরীমনি। ৩০ ডিসেম্বর রাত ১২টা ৪০ মিনিটের দিকে রাজের সঙ্গে সম্পর্ক ভাঙার খবর ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দিলেন তিনি। লিখলেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।

তারকাদের ব্যক্তিগত জীবনঘটিত সবচেয়ে বড় ঘটনাটি ঘটে সেপ্টেম্বর মাসে। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। ধীরে ধীরে জানা যায় শাকিব-বুবলী বিয়ে করেছেন এবং তাদের আড়াই বছরের একটি সন্তানও রয়েছে।

বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ জুন মাসের ১২ তারিখে মৌসুমী-ওমর সানী দম্পতির সঙ্গে জায়েদ খানের একটি ঘটনাও আলোচনার তুঙ্গে উঠে আসে।

এসব ঘটনা ছাড়াও সিনেমা নিয়ে ২০২২ ছিল তুমুল আলোচনার। পরাণ ও হাওয়া দুইটি সিনেমা আবারো আশাবাদী করে তুলেছে সিনেমাসংশ্লিষ্ট সবাইকে।

মে মাসে মুক্তি পায় পরাণ। সিনেমাটি এখনো প্রদর্শিত হচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে। জুলাই মাসে মুক্তি পায় হাওয়া। দেশের পাশাপাশি বিদেশেও ভালো ব্যবসা করে সিনেমাটি।

হাওয়া সিনেমাটি কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যে মুক্তি পায় বছরের শেষ মাসে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]