মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সারা হতে চান শর্মিলা ঠাকুর!

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

সারা হতে চান শর্মিলা ঠাকুর!

বর্তমানে ‘লুকাছুপি টু’ এবং ‘গ্যাসলাইট’ সিনেমা দুটির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সারা আলী খান। শুরু থেকেই সিনেমা দুটি ঘিরে দর্শক কৌতুহলও বেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে এই সিনেমার বাইরে নতুন খবরে শিরোনামের এলেন সারা। প্রতিনিয়তই এই অভিনেত্রীকে তার দাদী প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে নিয়ে গণমাধ্যমে কথা বলতে দেখা যায়।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের দাদীর বায়োপিক নির্মিত হলে সেই চরিত্রে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন সারা। এমন একজন মানুষের চরিত্রে রূপায়ণ সহজ কাজ না হলেও অভিনয়ের বিষয়ে সুপ্ত বাসনা মনে মাঝে লালন করেন এই অভিনেত্রী।

গণমাধ্যমে সারা আলী বলেন, ‘তিনি অনেক বড়মাপের একজন অভিনেত্রী। জানি না তার মতো কখনও হতে পারব কি – না। তার চরিত্র পর্দায় তুলে ধরার মতো যোগ্যতাও হয়তো নেই। তবু কখনও যদি দাদীর বায়োপিক তৈরি হয় এবং সেই চরিত্রতে সুযোগ দেওয়া হয় তবে না করব না।

শর্মিলার চরিত্র উপস্থাপন নিয়ে শঙ্কা কাজ করলেও অনেকটাই আত্মবিশ্বাসী এই অভিনেত্রী। কারণ জীবনের দীর্ঘ সময় শর্মিলার সঙ্গে কাটিয়েছেন তিনি। নিজের দাদীকে খুব কাছ থেকে দেখার ফলে তার সম্পর্কে অনেক কিছুই জানেন সারা।

শর্মিলা সম্পর্কে সারা আরও বলেন, ‘আমি দাদীর সঙ্গে অনেক কথা বলি। কিন্তু তার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে ততটা কথা হয়নি। তবে সামনের দিনগুলোতে আশা করি সেই কাজটিও করতে পারব। তবে তাকে খুব কাছ থেকে দেখা এবং দীর্ঘ সময় একসঙ্গে কাটানোর কারণে তার জীবনের নানা দিকই নিজের মাঝে ধারণের চেষ্টা করি। এখনও তিনি বিশ্বের নানা প্রান্তের খবরাখবর রাখেন। বিষয়টি ভাবতেই অবাক লাগে। এমন গুণী মানুষের সঙ্গে সময় কাটানোও ভাগ্যের বিষয়। আমার মনে হয়, এই সময়গুলো আরও দীর্ঘ হওয়া উচিত।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]