মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ৫০ অসহায় পরিবার পেল ১০ দিনের খাদ্যসামগ্রী

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট

লক্ষ্মীপুরে সুবিধাবঞ্চিত ৫০টি অসহায় ও দুস্থ পরিবারকে ১০ দিনের খাবার উপহার দিয়েছে লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল লক্ষ্মীপুর সিটি। গত বুধবার বিকেলে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে এসব খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনটির নেতারা।

প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, ছোলা, আলু, খেজুর, সেমাই, চিনি, দুধসহ নিত্যপয়োজনীয় দ্রব্যাদি।

এ সময় উপিস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন প্রফেসর মোশতাকুর রহমান, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহমদ ফেরদৌস মানিক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আল মামুন, প্রথম ভাইস প্রেসিডেন্ট উপাধ্যক্ষ লায়ন হাবিবুর রহমান সবুজ, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট পৌর কাউন্সিলর লায়ন জসিম উদ্দিন মাহমুদ, সেক্রেটারি লায়ন মমিন উল্লাহ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক।

পরে লায়ন্স ক্লাব সদস্য ও জেলার বিশিষ্টজনদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়। এতে রমজানের গুরুত্ব ও জাকাতের বিষয়ের উপর আলোচনা করেন ইসলামী স্কলার লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসাইন, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর সাধারণ সম্পাদক ও ইসলামি ব্যাংক ম্যানেজার মো. ছানা উল্লাহ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বনিক সমিতির সিনিয়র সহসভাপতি আবদুল আজিজ, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো রুহুল আমিন, জেলা প্রেস ক্লাবের দফতর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]