বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেঘনায় গোসলে নেমে ২ ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২ | প্রিন্ট

মেঘনায় গোসলে নেমে ২ ছাত্র নিখোঁজ

নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে পিকনিকে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা। তবে তাদের মরদেহ এখনো উদ্ধার করা যায়নি।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজদের উদ্ধারে নরসিংদীর নৌপুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করছে।

নিখোঁজরা হলেন পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার দড়িপাড়া গ্রামের পত্রিকার এজেন্ট আজিজুল হকের ছেলে মো. গালিব মিয়া (১৫) এবং রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে সহিদুল ইসলাম মাফফুজ (১৭)। তারা উভয়েই সদর উপজেলা ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী এবং উভয় কুরআনে হাফেজ।

জানা যায়, মাদ্রাসার বার্ষিক পিকনিকে অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই মাদ্রাসা থেকে শিক্ষকসহ ৩২ জন আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। বিকালে ফুটবল খেলা শেষে ৫টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নামলে শিক্ষকসহ বাকি ৩০ জনকে খুঁজে পাওয়া গেলেও অনেক খুঁজাখুঁজির পর ভুক্তভোগীদের আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে সদরের করিমপুর নৌপুলিশ ঘটনাস্থলে যায়। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। এদিকে নরসিংদীতে ডুবুরি দল না থাকায় রাত ৯টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়।

নরসিংদী করিমপুর নৌপুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নরসিংদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি না থাকায় এবং রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে। আজ শুক্রবার ঢাকা থেকে ডুবুরি দল আসার পর আবারও উদ্ধার কাজ শুরু হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]