শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট

রাঙামাটিতে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট চলছে

রাঙামাটির শহরে অনির্দিষ্টকালের অটোরিকশা ধর্মঘট চলছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়।

রাঙামাটি শহরের রাঙাপানি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতি। এ সময় রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়।

সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, রাত ১০টার দিকে শহরের রাঙাপানি সড়ক দিয়ে অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন সংগঠনটির কার্যনিবাহী কমিটির সদস্য আবুল হোসেন। তখন এলপিজি গ্যাস স্টেশন পার হওয়ার পরপরই তার গাড়িতে বড় আকারের ঢিল ছোড়া হয়। এতে চালক পায়ে আঘাত পান এবং গাড়ি কাচ ভেঙে যায়। চালক জীবন বাঁচাতে গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা কাচ ভাঙা গাড়িটি দেখতে পাই। পরে পুলিশও ঘটনাস্থলে আসে।

তিনি আরও বলেন, গত শুক্রবার আমাদের একটি গাড়ি জ্বালিয়ে দেয়া হয়েছে। শনিবার আরও একটি গাড়ি ভাঙচুর করা হলো। আমরা এর উপযুক্ত বিচার চাই। আমাদের শ্রমিক ভাইদের ওপর এসব নির্যাতনের প্রতিবাদে রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি শহরে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত শুক্রবার আসাববস্তি-কাপ্তাই সড়কে চাঁদার রশিদ না থাকায় একটি অটোরিকশা জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। তার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করে রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। আলটিমেটামের ২৪ ঘণ্টা না পেরোতেই আরও একটি অটোরিকশা ভাঙচুর করল দুর্বত্তরা।

এই বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় খোঁজখবর নেয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]