বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফের সরব কুবি ক্যাম্পাস

কুবি প্রতিনিধি,   |   সোমবার, ১০ অক্টোবর ২০২২ | প্রিন্ট

ফের সরব কুবি ক্যাম্পাস

পূজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ১০ দিন বন্ধ থাকার পরে আজ সোমবার (১০ অক্টোবর) খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এদিকে সাতদিন সিলগালা থাকার পর রোববার (৯ অক্টোবর) আবাসিক হল খুলে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী হল খুলে দেওয়া হলেও আগামী ১৭ তারিখ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে খোলার প্রথম দিনেই বিভিন্ন বিভাগে ক্লাস, প্রেজেন্টেশন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহনও আগের শিডিউলে চলমান রয়েছে।

এদিকে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, টানা বন্ধের পর বিশ্ববিদ্যালয়ে আবার ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থী হলে উঠতে শুরু করেছে। ক্যাম্পাস আবার প্রাণ ফিরে পেয়েছে। সদ্য ক্যাম্পাসে একটি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন যেহেতু আবার শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে দাবি থাকবে, সব পরিস্থিতি কাটিয়ে উঠে ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ শিক্ষাসুলভ পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকবে।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী আবদুল মোমেন বলেন, ছুটি কাটিয়ে আমরা আবারো ক্যাম্পাসে ফিরতে পেরেছি। আগের মতো ক্লাস, প্রেজেন্টেশনে ফিরতে পেরেছি। বন্ধুদের সঙ্গে আড্ডা, গল্পে ক্যাম্পাসে প্রাণ ফিরে এসেছে। ছুটিতে থাকলে সবসময় ক্যাম্পাসকে মিস করি। এখন আবার ক্যাম্পাসে ফিরে আমরা আনন্দিত।

প্রসঙ্গত, শারদীয় দুর্গাপূজা ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত ২ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ অক্টোবর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]