শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবির ৫৩তম সমাবর্তন: কালো গাউনে মুখরিত গ্রাজুয়েটরা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট

ঢাবির ৫৩তম সমাবর্তন: কালো গাউনে মুখরিত গ্রাজুয়েটরা

প্রায় তিন বছর পর আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন। ১৬ নভেম্বর থেকে সমাবর্তনের গাউন আর কালো টুপি হাতে দেওয়া হয় গ্র্যাজুয়েটদের। পোশাক পাওয়ার পর থেকেই পুরো ঢাবি ক্যাম্পাসে উৎসবমুখর হয়ে উঠে। কালো গাউন আর সমাবর্তন ক্যাপ পরা গ্রাজুয়েটে ছেয়ে যায় ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, টিএসসি, কার্জন হল, সিনেট ভবন আর হলগুলোতে নতুর গ্রাজুয়েটদের পদচারণায় নতুনভাবে প্রাণ পায় ক্যাম্পাস। ২০১৯ সালের ২৬ আগস্ট থেকে এ বছরের ১৩ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ গ্র্যাজুয়েটবৃন্দ এই সমাবর্তনে অংশগ্রহণ নিচ্ছেন। এর আগে সর্বশেষ ঢাবির ৫২তম সমাবর্তন হয়েছিল ২০১৯ সালের ৯ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তনে ‘সমাবর্তন বক্তা’ হিসেবে থাকবেন নোবেল বিজয়ী ফরাসী অর্থনীতিবিদ অধ্যাপক ড. জ্যাঁ তিরোল। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় চ্যান্সেলর মো. আবদুল হামিদ।

সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব গ্র্যাজুয়েটদের সমাবর্তন গাউন, ক্যাপ ও ব্যাগ দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় নিজের স্মৃতি বিজড়িত ক্যাম্পাসের শেষ মুহূর্তগুলোকে ধারণ করে রাখার মধুর প্রতিযোগিতা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মল চত্বর, সিনেট ভবন, রাজু ভাস্কর্য, টিএসসি, কার্জন হলসহ বিভিন্ন জায়গায় ছবি তুলছেন। নিজেদের মাথার ক্যাপ উঁচিয়ে ধরে জানান দিচ্ছেন গ্রাজুয়েট হওয়ার আনন্দ। পরিপাটি ড্রেসের ওপরে কালো গাউন চাপিয়ে, কাঁধে সমাবর্তনের বিশেষ ব্যাগ ঝুলিয়ে ক্যাম্পাসে দল বেঁধে বিচরণ করতে দেখা যায় তাদের। এক স্থান থেকে অন্যস্থানে গিয়ে ছবি আর আড্ডা দিচ্ছেন তারা। স্মৃতি জমিয়ে রাখতে পরিচিত জায়গাগুলোতে নানান ভঙ্গিমায় ছবি তুলছেন তারা।

গাউন পরে ছবি তুলছিল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের গ্রাজুয়েট ইমাদ উদ্দিন সরদার। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই কালো গাউন পরে ছবি তোলা একটি বড় আবেগের বিষয়। একদিকে আমরা যেমন আনন্দ করছি, ছবি তুলছি তেমনি এই ক্যাম্পাসকে ছেড়ে যাওয়ার বার্তাও দিচ্ছে এই গাউন। তবে এখন ছবি তুলে ভবিষ্যতে দেখার জন্য হলেও গায়ে জড়ানো কালো গাউন, আর ক্যাপ পরে ছবি তোলাতেই বেশি মনোযোগ। বন্ধুদের ছেড়ে সামনে সবাই হয়তো আলাদা আলাদা কর্মক্ষেত্রে যাবো। দীর্ঘদিন অনেকের সাথে একত্র হওয়া হবে না। তাই সবার সাথে ছবি তুলে স্মৃতি জমাচ্ছি। এই অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়।’

৫৩ তম সমাবর্তনে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের আলাদা ভেন্যুতে এই সমাবর্তনে অংশ নিবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]