শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ববিতে সপ্তম মেধাতালিকায় আসন ফাঁকা ১৫৬

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

ববিতে সপ্তম মেধাতালিকায় আসন ফাঁকা ১৫৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির সপ্তম মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সদ্য প্রকাশিত মেধা তালিকায় দেখা যায়, ১ হাজার ৪৯০ আসনের বিপরীতে এখনও আসন খালি রয়েছে ১৫৬টি।

সপ্তম মেধাতালিকার প্রাথমিক ভর্তি ও ফি দিতে হবে ৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে ১০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে। মূল কাগজপত্র জমা দিতে হবে ১০ তারিখ সকাল ৯টা থেকে ১১তারিখ সন্ধ্যা ৬টার মধ্যে।

এর আগে ২৪ ডিসেম্বর সপ্তম মেধাতালিকা থেকে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধের সিদ্ধান্ত নেয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে রিট করেন শিক্ষার্থীরা। রিটের শুনানি শেষে ‘বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ কেন অবৈধ ঘোষণা করা হবে না’ তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতের রুল জারির প্রেক্ষিতে জরুরি বৈঠকে বসে গুচ্ছ কমিটি। সভায় পুনরায় সপ্তম মেধাতালিকা প্রকাশসহ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে পুনরায় সপ্তম মেধাতালিকা প্রকাশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]