শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর সঙ্গী হিসেবে বাসকুয়েটসকে চায় আল নাসের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

রোনালদোর সঙ্গী হিসেবে বাসকুয়েটসকে চায় আল নাসের

সৌদি আরবের ক্লাব আল নাসের এবার বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটসকে দলে ভেড়াতে চাইছে। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী ক্রিস্টিয়ানো রোনালদোকে সম্প্রতি দলে ভিড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে আল নাসের। ২০২৫ সাল পর্যন্ত রোনাল্ডোর সাথে ১৭৭ মিলিয়ন পাউন্ডে চুক্তি হয়েছে সৌদি আরবের ক্লাবটির।

রুডি গার্সিয়ার দল এখন আরো একটি বড় ট্রান্সফারের মাধ্যমে আলোচনায় আসতে চাইছে। বিশেষ করে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের চ্যালেঞ্জে দলকে শক্তিশালী করাই এখন তাদের মূল লক্ষ্য।

সূত্রমতে জানা গেছে ৩৪ বছর বয়সী অভিজ্ঞ বাসকুয়েটসকে আগামী গ্রীষ্মে ফ্রি ট্রান্সফার সুবিধয়া দলে নিতে আল নাসের বার্ষিক ১৩ মিলিয়ন ইউরোর প্রস্তুব দিতে যাচ্ছে। বার্সেলোনার সাথে বাসকুয়েটেসের বর্তমান চুক্তির মেয়াদ ছয় মাসেরও কম সময় বাকি আছে। সে কারণেই ক্যাম্প ন্যু’তে তার ভবিষ্যত শঙ্কার মুখে পড়েছে।

অভিজ্ঞ এই স্প্যানিয়ার্ডের সাথে মেজর লিগ সকারে ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামির যোগাযোগের গুঞ্জন শোনা যাচ্ছে। এরমধ্যেই তাকে এ ব্যপারে প্রস্তাব দেবার কথা শোনা গেছে।

২০২২ কাতার বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন বাসকুয়েটস। পুরো ক্লাব ক্যারিয়ারই তিনি বার্সেলোনায় কাটিয়েছেন। ২০০৮ সালে কাতালান জায়ান্টদের হয়ে তার অভিষেক হয়েছিল। সব ধরনের প্রতিযোগিতার এই মিডফিল্ডার বার্সেলোনার জার্সি গায়ে ৭০০ ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন। বার্সার হয়ে এ পর্যন্ত জয় করেছেন ২৭টি ট্রফি। এর মধ্যে রয়েছে আটটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ।

গত সপ্তাহে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা জানান, বাসকুয়েটসের ভবিষ্যত গ্রীষ্মের আগেই সমাধান করতে হবে।

এ সময় লাপোর্তা বলেন, সে আমাদের অধিনায়ক। সব পর্যায়ে তার মত একজন খেলোয়াড়কে পেয়ে আমি দারুণ খুশি। রিয়াল বেটিসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে তার বার্সেলোনায় ম্যাচের সংখ্যা হবে ৭০০। এই তথ্য সে আজই আমাকে জানিয়েছে। ইতোমধ্যেই সে যুক্তরাষ্ট্র থেকে প্রস্তাব পেয়েছে। আমি জানি সে এটা নিয়ে চিন্তা করা শুরু করেছে। কিন্তু নীতিগত ভাবে মৌসুমের শেষ পর্যন্ত তার আমাদের দলেই থাকা উচিৎ। গ্রীষ্মের আগেই আমরা এ বিষয়য়ে কথা বলবো। আমার মনে হয় তার হাতে বেশ কিছু সময় রয়েছে।

আগামী বৃহস্পতিবার সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল বেটিসের মোকাবেলা করবে বার্সেলোনা। এই ম্যাচে হয়তোবা মূল একাদশেই দেখা যেতে পারে বাসকুয়েটসকে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]