বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের আন্তর্জাতিক সম্মেলন ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের আন্তর্জাতিক সম্মেলন ১২ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হতে যাচ্ছে ১২ জানুয়ারি। ‘ইঞ্জিনিয়ারিং গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশের গবেষকদের ১৯০টি নিবন্ধ উপস্থাপন করা হবে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান এ আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম।

তিনি বলেন, শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে সপ্তমবারের মতো এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ জানুয়ারি। এতে দেশ বিদেশের বিভিন্ন স্বনামধন্য গবেষকরা তাদের নিবন্ধগুলো উপস্থাপন করবেন।

সম্মেলনে চারটি প্ল্যানারি সেশনে দুইটি কী-নোট অধিবেশন অনলাইনসহ মোট চারটি কী নোট অধিবেশন এবং সশরীরে ৩৪টি প্যারালাল টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলন কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ১২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকার শেভরন বাংলাদেশের অপারেশন্স পরিচালক প্রকৌশলী রায়ান অট, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন- সম্মেলন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আজিজুল হক, যুগ্ম-সম্পাদক ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জহুরুল ইসলাম ও ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইফতেখায়রুল আমিন।

প্রসঙ্গত, নতুন সহস্রাব্দে ইঞ্জিনিয়ারিং শিক্ষায় চ্যালেঞ্জগুলো মোকাবিলা, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ফিল্ডের আধুনিক অগ্রগতি অনুসরণ ও একাডেমিয়া-শিল্প সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং, পরিবেশ ও স্থাপত্য’, ‘কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স’, ‘কেমিক্যাল, খাদ্য, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং’ এবং ‘মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং’ এ চারটি বিষয়ের ওপর গবেষকদের নিবন্ধ উপস্থাপিত হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]