শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুবিতে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ফয়জুন্নেছা হল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট

কুবিতে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ফয়জুন্নেছা হল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মত নারী শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আন্তঃহল প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। এতে শেখ হাসিনা হলকে ৯ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল।

সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় খেলাম মাঠে প্রীতি ম্যাচের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশের সব জায়গায় যখন মেয়েরা খেলাধুলায় এগিয়ে যাচ্ছে তখন দেখলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের কোনো খেলা হচ্ছে না। তাই আমদের ক্রিকেট খেলার আয়োজন করা। তোমরা আজকের খেলার পর থেমে যেও না। নিয়মিত চালিয়ে যাবে। বাংলাদেশের মেয়েদের টিম ভালো করছে। নারীরা যেভাবে সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তেমনিভাবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সকল ক্ষেত্রে এগিয়ে যাক।

ক্রীড়া কমিটির আহ্বায়ক আইনুল হক বলেন, প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। আমরা চাই যে ছেলেদের পাশাপাশি মেয়েরাও সহশিক্ষা কার্যক্রমগুলোতে সক্রিয় থাকুক। এবার শুধু দুই হলের মধ্যে খেলা হচ্ছে। আগামী বছর থেকে এটি আরো বৃহৎ আকারে আয়োজন করব। বর্তমানে মেয়েরা সব ক্ষেত্রেই ভালো করছে। আমরা চাই যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করুক।

এসময় আরো উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট জিল্লুর রহমান, শেখ হাসিনা হলে প্রভোস্ট সাহেদুর রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীসহ ক্রীড়া কমিটির সদস্য, দুই হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]