শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুষ্ঠিত হলো জবি ফিল্ম সোসাইটির চলচ্চিত্র উৎসব ‘৩৫ মিলিমিটার’ 

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

অনুষ্ঠিত হলো জবি ফিল্ম সোসাইটির চলচ্চিত্র উৎসব ‘৩৫ মিলিমিটার’ 

 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) প্রথমবারের মতো প্রদর্শিত হয় শিক্ষার্থীদের নির্মিত ১১টি চলচ্চিত্র। জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কর্তৃক আয়োজিত ‘৩৫ মিলিমিটার’ চলচ্চিত্র উৎসবটি সোমবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের মেন্টর অধ্যাপক জুনায়েদ হালিম।

এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম ফরাজি, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি মোঃ আরাফাত আমান। এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নিলয় দেব।
ইতিমধ্যে “৩৫ মিলিমিটারে” প্রদর্শিত চলচ্চিত্রগুলো ‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শিত হয়েছে এবং বেশ প্রশংসাও কুড়িয়েছে।
স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে, আদনান মাহমুদ সৈকতের ‘পুরস্কার’, মো: সাকিব হুসেইন এর ‘টাইপ’, রাগিব শাহরিয়ার সৈকতের ‘না-পাক’, তৌফিক, মেসবাহ এবং তার টিমের ‘আত্নিক’, শাহ সাকিব সুবহান ম্যাজিকের ‘অংক সরল ফলাফল শুন্য’, মুর্তজা মামুনের ‘এন এলেজায়েক পয়েম’, জাকির হাসান আনিকের ‘সার্ভাইভ উইথ ট্রাফিক জ্যাম’, জেরিন চাকমার ‘জার্নি টু জিরো’, শাহরিয়ার খানের ‘দ্যা ডোর’, সৌরভ কামাল চৌধুরীর ‘এংগার’ এবং মৃত্তিকা রাশেদের ‘কৃষ্ণপক্ষ’।
মৃত্তিকা রাশেদের ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রটি ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় রানার আপ হয়।
চলচ্চিত্র নির্মাণে পোস্টার ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই প্রসঙ্গ বিবেচনায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ৫ দিনব্যাপী একটি পোস্টার ডিজাইনিং কর্মশালারও আয়োজন করেছিল যেখান থেকে উত্তীর্ণ ৬ জনকে প্রদান করা হয় সার্টিফিকেট।
চলচ্চিত্র সংসদের সভাপতি মো. আরাফাত ইসলাম আমান তাদের আয়োজন নিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এতোগুলো সিনেমা আন্তর্জাতিক প্রদর্শনীতে গিয়েছে যা আমাদের জন্য গর্বের। শিক্ষার্থীদের আরও অনুপ্রেরণা দিতে আমরা প্রতি বছর এরুপ নানা আয়োজন করতে চাই।”
Facebook Comments Box
advertisement

Posted ৮:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]