বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজস্ব পরিবহনগুলোতে জিপিএস ডিভাইস যুক্ত করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি :    |   শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

নিজস্ব পরিবহনগুলোতে জিপিএস ডিভাইস যুক্ত করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক- শিক্ষার্থীদের নিয়ে চলাচলকারী প্রত্যেকটি বাসে জিপিএস ট্র্যাকিং ডিভাইস যুক্ত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারারের সাথে আলোচনা হয়েছে বলে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) নিশ্চিত করেছেন  বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদের এ বিষয়ে সম্মতি রয়েছে।জিপিএস ট্র্যাকিং চালু করলে কোন গাড়ি কোথায় আছে সেটা সহজে জানা যাবে। শিক্ষার্থীও মনে করছেন এই সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সকলের জন্যই  ভালো হবে।
বাংলা বিভাগের ১৩তম(মাস্টার্স) আবতর্নের শিক্ষার্থী হাসান সজীব বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাসে জিপিএস ট্র্যাকিং চালু করা গ্রহণযোগ্য একটি সিদ্ধান্ত। দূরদূরান্ত থেকে বিশ্ববিদ্যালয়ে আসা বাসের অবস্থান জানতে পারলে আমরা সঠিক সময়ে বাসের স্টপেজে উপস্থিত থাকতে পারবো৷ এতে আমাদের সময় যেমন বাঁচবে, বাস মিস হওয়ার সম্ভবনাও তেমনি কমে আসবে।”
উল্লেখ্য, এর আগে রুট দেখার জন্য ‘জেএনইউ বাস’ নামে একটি অ্যাপ গুগল প্লে স্টোরে চালু থাকলেও সেটা থেকে তেমন সুফল পাচ্ছে না শিক্ষার্থীরা।
Facebook Comments Box
advertisement

Posted ৩:১২ পূর্বাহ্ণ | শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]