বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবির ষষ্ঠ সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যারা

জবি প্রতিনিধি:   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

জাবির ষষ্ঠ সমাবর্তনে স্বর্ণপদক পাচ্ছেন যারা

আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ষষ্ঠ সমাবর্তনে বিভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি-২) এ বি এম আজিজুর রহমান ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দীর্ঘ প্রায় আটবছর পর সমাবর্তন হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এই সমাবর্তনে প্রায় ৩২ হাজার শিক্ষার্থীকে সনদপত্র প্রদানের কথা রয়েছে। বিশাল সংখ্যক এ শিক্ষার্থীদের মধ্য থেকে দুই ক্যাটাগরিতে মোট ১৬ জন শিক্ষার্থীকে দেওয়া হবে স্বর্ণপদক সম্মাননা।

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণিতে চূড়ান্ত পরীক্ষায় সব বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বরধারীরা এ সম্মাননা পাবে। সমাবর্তনে স্বর্ণপদক জয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খান।

এবারের সমাবর্তনে শুধুমাত্র ‘আসাদুল কবীর স্বর্ণপদক’, ‘শরফুদ্দিন স্বর্ণপদক’ ও ‘মোফাসসিল উদ্দিন আহমেদ ট্রাস্টফান্ড গোল্ড মেডেল’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এগুলোর মধ্যে স্নাতক ক্যাটাগরিতে ৮ জনকে ‘আসাদুল কবীর স্বর্ণপদক’, স্নাতকোত্তর ক্যাটাগরিতে ৭ জনকে দেওয়া হবে ‘শরফুদ্দিন স্বর্ণপদক’। এছাড়াও দর্শন বিভাগের সর্বোচ্চ ফলাফল প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীর মধ্য থেকে স্নাতকোত্তরের একজনকে ‘মোফাসসিল উদ্দিন আহমেদ ট্রাস্টফান্ড স্বর্ণপদক’ দেওয়া হবে।

‘আসাদুল কবীর স্বর্ণপদক’ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের তানজিনা আক্তার (স্নাতক-২০১২) ও মুমতারিন জান্নাত ঐশী (২০১৬), ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) রাতুল কুমার সাহা (২০১৩), বি এম মুহিত সাঈফ (২০১৮) ও রাদিআহ হাসান (২০১৯), ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ফারিহা আফসানা (২০১৪), প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের উম্মে মাহফুজা শাপলা (২০১৫) এবং ভূগোল ও পরিবেশ বিভাগের জান্নাতুল হুসনা তুয়া (২০১৭)। তারা প্রত্যেকেই স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য এ সম্মাননা পাবেন।

সমাবর্তনে ‘শরফুদ্দিন স্বর্ণপদক’ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম (স্নাতকোত্তর-২০১৩), মোছা. শামীমা খানম (২০১৪), বদরুন্নাহার দীপা (২০১৮), মুহাম্মদ খায়রুল আলম (২০১৯), ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ঊর্মি দাস (২০১৫), অর্থনীতি বিভাগের ইসতিয়াক রায়হান (২০১৬) এবং ভূগোল ও পরিবেশ বিভাগের কামরুন নাহার (২০১৭)। এদের প্রত্যেকেই স্নাতকোত্তরে সর্বোচ্চ ফলাফলের জন্য এ সম্মাননা পাবেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ৫২ বছরে সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে মাত্র পাঁচবার। সর্বশেষ ২০১৫ সালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সময়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেবার ৯ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের মধ্য থেকে ১৮ জন শিক্ষার্থীকে ২৩টি স্বর্ণপদক দেওয়া হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]