শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ মিনিটেই জানা যাচ্ছে পানির মান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

পানির গুণগত মান পরীক্ষায় ‘ওয়াটার কোয়ালিটি মনিটরিং স্টেশন’ স্থাপন করেছে চট্টগ্রাম ওয়াসা। নগরের হালিশহর ও চকবাজার এলাকায় স্থাপিত দুইটি স্টেশনে মাত্র পাঁচ মিনিটেই পরীক্ষা হচ্ছে পানির গুণগত মান।

গত জানুয়ারিতে ৬০ লাখ টাকা ব্যয়ে এ উন্নত প্রযুক্তি স্থাপন করা হয়। প্রচলিত পদ্ধতি অনুযায়ী পানির গুণমান পরীক্ষা করতে হলে পানির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাতে হয়। তবে এ প্রযুক্তিতে চারটি সেন্সরের মাধ্যমে যাচাই করা যাবে পানির গুণগত মান। এর মধ্যে উল্লেখযোগ্য- পানির pH-এর পরিমাণ, ক্লোরিনের পরিমাণ, ঘোলাটে পানির পরিমাণ যাচাই করা যাবে।

আমেরিকা, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে এটির ব্যবহার প্রচলিত রয়েছে। প্রথমে সেন্সরের মাধ্যমে ডাটা সংগ্রহ করে মেশিনটি। এরপর পরীক্ষার ফলাফল চলে যায় অ্যাপে। ফলে অল্প সময়ের মধ্যে যাচাই করা যায় পানির গুণগত মান।

জানা যায়, অস্ট্রিয়ার ‘স্ক্যান’ নামে পানির গুণগত মান যাচাইকারক প্রতিষ্ঠান থেকে মেশিন দুইটি আমদানি করে চট্টগ্রাম ওয়াসা। সঠিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করলে মেশিনগুলো দিয়ে আগামী ১০ বছর পর্যন্ত পানির মান পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পটির পরিচালক চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘ওয়াটার কোয়ালিটি মনিটরিং’ প্রযুক্তি সফল হলে ল্যাবের ওপর নির্ভরতা কমবে। এছাড়া অল্প সময়ের মধ্যে পানির গুণগত মান যাচাই করা সম্ভব হবে। আমাদের এ পাইলট প্রকল্প সফল হলে আগামীতে প্রযুক্তি আরো উন্নত করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]