শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবিস্থ নোয়াখালী ছাত্রকল্যাণের সভাপতি অর্পণ শান্ত, সাধারণ সম্পাদক হাসান সজিব

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট

জবিস্থ নোয়াখালী ছাত্রকল্যাণের সভাপতি অর্পণ শান্ত, সাধারণ সম্পাদক হাসান সজিব

দীর্ঘ সাত বছর পর গঠিত হয়েছে নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন কমিটি। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী অর্পণ সাহা শান্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাসান সজিব। ২২ই মার্চ, বুধবার ছাত্রকল্যাণের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ঘোষিত হয় ৬৮ সদস্য বিশিষ্ট এই কমিটি।

নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাফিদ আল হাসান, রায়হান আহমেদ, ওহিদুর রহমান, তানভির তুষার, আবদুল আউয়াল টিটু,আমিনুল ইসলাম মুকুল, অর্ণয় সাহা, মোঃ মাসুদ, দেবাশীষ চন্দ্র শীল, হাবিবা তাবাসসুম, আবু জাফর ওবায়দুল্লাহ, ইব্রাহিম রায়হান, জোবায়দা ফয়সাল ইভা, উম্মে সালমা মনিশা, পিয়াস ইসলাম, নজরুল নিজাম, নাবিলা, পলাশ।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইমতিয়াজ ইমন, নজরুল ইসলাম সোহাগ, এ এইচ সায়েম, সজিব ভৌমিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শাহ মোঃ শরফুদ্দীন শশী, আদনান আসিফ, মশিউর রহমান শুভ, তামিম আনোয়ার, শান্তা ফাতেমা।
তাছাড়া দপ্তর সম্পাদক হিসেবে শাহাদাত হোসেন শামীম, প্রচার সম্পাদক হিসেবে অমিত কুমার দে এবং অর্থ-সম্পাদক হিসেবে মুরাদ হোসেনকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি অর্পণ সাহা শান্ত বলেন,
বহুল প্রতীক্ষিত নোয়াখালী জেলা ছাত্রকল্যাণ কমিটির দায়িত্ব প্রাপ্ত সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।আপনাদের সকলকে নিয়ে নোয়াখালী জেলার প্রত্যেকটি ছাত্র-ছাত্রীর কল্যাণে কাজ করতে চাই এবং আপনাদের সুখে-দুঃখে কাজ করার সুযোগ দেয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আমি। অতঃপর আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

সাধারণ সম্পাদক হাসান সজিব বলেন, “দীর্ঘ কয়েকবছর পর জবিতে নোয়াখালী ছাত্রকল্যাণের কমিটি হয়েছে এতে আমরা সকলে খুশি। নতুন দায়িত্বপ্রাপ্ত সবাইকে অভিনন্দন। ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করতে চাই। এছাড়াও এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে, যেগুলো পর্যায়ক্রমে করা হবে।”

উল্লেখ্য, নোয়াখালী জেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা শিক্ষার্থীদের কল্যাণে গঠিত এ কমিটি ১ বছরের জন্য গঠন করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]