মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আদমদীঘিতে দুই মাদকসেবী কারাগারে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট

আদমদীঘিতে দুই মাদকসেবী কারাগারে

বগুড়ার আদমদীঘিতে হেরোইন সেবনের অপরাধে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যায় সান্তাহার মাইক্রো বাসস্ট্যান্ডের নিকট ঢাকাপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সান্তাহার পোস্ট অফিস পাড়ার রমজান আলী আকন্দের ছেলে আব্দুল্লা হেল কাফি (৪২) ও সান্তাহার ঢাকাপট্রির শ্রী মন্টু প্রসাদ গুপ্তের ছেলে শ্রী নিত্য প্রসাদ গুপ্ত (৪৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার সার্কেলের পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে আদমদীঘির সান্তাহার মাইক্রো বাসস্ট্যান্ডের নিকট ঢাকাপট্টি এলাকার একটি নির্জন স্থানে হেরোইন সেবনকালে উল্লেখিত দুইজনকে আটক করা হয়। এরপর তাদের সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনিরা সুলতানা দুই হেরোইন সেবীর প্রত্যেককে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

পরে জরিমানার টাকা পরিশোধ করেন দণ্ডপ্রাপ্তরা। ফলে শুধু তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড বহাল থাকে। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]