বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনা শনাক্ত কমেছে, মৃত্যু বেশি যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

বিশ্বে করোনা শনাক্ত কমেছে, মৃত্যু বেশি যুক্তরাষ্ট্রে

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৫১৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭৩ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২১১ জন।
শনিবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৯ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।

এছাড়া ভারতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৭৯ জন এবং মৃত্যু হয়েছে ১১২ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৭ হাজার ২০৭ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। ইতালিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ২৫৬ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৭৫০ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের।

একইসময়ে অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৪৩১ জন এবং মৃত্যু হয়েছে ৪১ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। বেলজিয়ামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০১ জন এবং মৃত্যু হয়েছে ১১ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ২২৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৩৮৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩১ হাজার ২৩৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৯১৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]