সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবির পরিবেশবাদী সংগঠন ‘তরু’র নেতৃত্বে যারা

রাশেদ হোসেন রনি, জবি প্রতিনিধি :   |   মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

জবির পরিবেশবাদী সংগঠন ‘তরু’র নেতৃত্বে যারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবেশবাদী সংগঠন তরুর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১২তম আবর্তনের জান্নাতুল ফেরদৌসি তমা এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ১৩তম আবর্তনের যুবায়ের ইবনে জহির।

রোববার (২ এপ্রিল) তরুর প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে অন্যান্য উপদেষ্টাদের মধ্যে স্বাক্ষর করেন জবি আইইআরের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোবারক হোসাইন এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সরকারী অধ্যাপক ড. জি এম আলামিন।

নবগঠিত এ কমিটিতে সহসভাপতি পদে মাহফুজ হাসান প্রিতম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক পদে এহসানুল হক সায়েম, প্রচার সম্পাদক পদে রায়হান আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক পদে মোস্তফা আল বারী রাফি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক পদে আরাফাত হোসেন, বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক পদে নাহিদা ইসলাম শান্তা, পরিচ্ছন্নতা ও নির্মলতা বিষয়ক সম্পাদক পদে আব্দুল্লাহ আলম নূর, দফতর সম্পাদক পদে বেনজির আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তামান্না আক্তার, লিয়ানা সাবরিন, ওহিদুর রহমান, সুজন আলী, আব্দুল মুমিন, আব্দুল্লাহ আল মামুন সানি।

এ বিষয়ে তরুর প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব পৃথিবীর ওপর পড়েছে সেখানে আমাদের পৃথিবীকে বাঁচাতে আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

উল্লেখ্য, তরুর কাজসমূহ হলো- সবুজায়ন ছড়িয়ে দেওয়া, বৃক্ষরোপণ কর্মসূচি, কার্বনের ক্ষতি নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি করা, ক্লাইমেট চেঞ্জের ভয়াবহ প্রভাব নিয়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা সভা ও পাঠচক্রের ব্যবস্থা করা, ২০৫০ সালের বাংলাদেশ কেমন হবে সেই সম্পর্কে ধারণা দেওয়া, বৈশ্বিক জলবায়ু সম্মেলন ও কার্বন-মিথেনের হ্রাস-বৃদ্ধি সম্পর্কে অবগত করা, গ্রিন ইন্ডাসট্রিয়াল রেভুলেশন করে বাংলাদেশসহ পৃথিবীকে বাসযোগ্য করে তোলা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]