রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ি থেকে পালানোর সময় টার্মিনালে তিন ছাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

বাড়ি থেকে পালানোর সময় টার্মিনালে তিন ছাত্রী আটক

বাড়ি থেকে পালিয়ে চট্টগ্রাম যাওয়ার সময় বরগুনার তিন ছাত্রীকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে বরগুনা পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। এদের মধ্যে দুজন সপ্তম শ্রেণির এবং একজন নবম শ্রেণির ছাত্রী। তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।

ঘটনার সময় পৌর বাস টার্মিনালে অবস্থান করা মো. কবির নামে এক বাস মালিক বলেন, ওই তিন ছাত্রী বরগুনা থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের টিকিট কাটে। এ সময় তাদের সঙ্গে এক কিশোরও ছিল। ওই কিশোরের বাড়ি এবং ছাত্রীদের বাড়ি পাশাপাশি। ওই কিশোর চট্টগ্রাম যেতে রাজি ছিল না। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। তাদের অসংলগ্ন কথোপকথন এবং হাঁটাচলা দেখে বাস শ্রমিকদের সন্দেহ হয়। পরে বাস শ্রমিকরা ওই তিন ছাত্রীকে আটক করেন।

এ বিষয়ে বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দিন সাবু বলেন, ‘বাড়ি থেকে পালিয়ে আসা তিন ছাত্রীকে আটক করার বিষয়টি জানতে পেরে আমি পুলিশে খবর দিই। পরে পুলিশ এসে ওই তিন ছাত্রীকে থানায় নিয়ে যায়।’

এ বিষয়ে বাড়ি থেকে পালিয়ে আসা এক ছাত্রীর বাবা বলেন, বাড়ির লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে ওরা বাড়ি থেকে পালিয়েছে। কোথায় যাবে কী করবে সে সম্পর্কে ওদের কোনো জানাশোনা ছিল না। তাই বাসে ওঠার আগমুহূর্তে ওদের মধ্যে ভিন্নমত দেখা দেয়। এ কারণেই ওদের আটক করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]