বুধবার ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনাও ধারণ করে না বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

মুক্তিযুদ্ধের চেতনাও ধারণ করে না বিএনপি: কাদের

বিএনপি স্বাধীনতার আদর্শে বিশ্বাসও করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তারা মুক্তিযুদ্ধের চেতনাও ধারণ করে না। এটা আজ বাংলাদেশে প্রমাণিত সত্য।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে; বাংলাদেশে রাজনীতিতে একটা মহল বিএনপির নেতৃত্বে এরা এখনও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত দিবসগুলোকে অস্বীকার করে, তারা পালন করে না; তারা উপেক্ষা করে। এরমধ্যে ১৭ এপ্রিল একটি। এদিন দেখা যাবে বিএনপির কোনো কর্মসূচি নেই, তারা পালন করে না। ৭ মার্চের যে ভাষণ একটি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে; তারা স্বীকারও করে না পালনও করে না। আমাদের স্বাধীনতার পথে স্বাধীকার সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলকের নাম হচ্ছে ৭ জুন, তারা পালনও করে না স্বীকারও করে না। এরা নাকি স্বাধীনতায় বিশ্বাসী।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, জিয়াউর রহমান যা শুরু করে দিয়ে গেছেন সেই ধারা বিএনপি এখন অব্যাহত রেখেছে। তারা বিজয় দিবস পালন করে, কিন্তু বিজয়ের মহানায়ক (বঙ্গবন্ধু) ছাড়া। ক্ষমতায় থাকতেও তারা যে কাজ করেছে এখনও তারা সেই অনুসারি। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণও করে না স্বাধীনতার আদর্শে তারা বিশ্বাসও করে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যাবে না এ কথা বলেছে; আমরা তো তাদের আমন্ত্রণ জানাইনি, এটা তাদের অধিকার, এটা কোনো সুযোগ না। এটা জাতীয় নির্বাচনের যেমনও সিটি নির্বাচনেও তেমন। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে, স্থানীয়ভাবে বিভিন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ ছিল না, কিন্তু ঘোমটা পরে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের মেয়র আরিফ (বর্তমান) তিনি এরইমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি প্রার্থী হতে যাচ্ছেন।‘

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘আমরা মুজিবনগর দিবস পালন করব, কে কীভাবে সহযোগিতা করবেন এ বিষয়টি নিয়ে আলোচনা করতে আপনাদের ডাকা হয়েছে।’

মুক্তিযুদ্ধের কিছুদিনের মধ্যেই ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত হয় বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। শেখ মুজিবুর রহমান এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন। কিন্তু তিনি তখন পাকিস্তানে কারাগারে বন্দি ছিলেন।

তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং দেশে ও বিদেশে এই যুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলা ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এ সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকার গঠনের পর থেকে অগণিত মানুষ দেশকে মুক্ত করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। প্রতিবছর ১৭ এপ্রিল বাংলাদেশে মুজিবনগর দিবস পালিত হয়। এ দিবসটি একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ-এর অভ্যূদয়ের সাথে বিশেষভাবে সম্পৃক্ত।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]