রবিবার ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে দারিদ্র্যের হার কমেছে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

দেশে দারিদ্র্যের হার কমেছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে দরিদ্র মানুষের সংখ্যা এবং দারিদ্র্যের হার কমেছে। এতে অত্যন্ত খুশি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার অভিঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবের মধ্যেই দারিদ্র্যের হার কমে আসার তথ্য প্রমাণ করে অর্থনৈতিকভাবে সঠিক লক্ষ্যেই আছে দেশ।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দারিদ্র্যের হার কত কমেছে কিংবা দেশে এখন কত মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ছাড়া আর কাউকে এই তথ্য জানানো হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত খানা আয়-ব্যয় জরিপ প্রতিবেদন (এইচআইইএস) অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। বিবিএসের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিবিএস সূত্রে জানা গেছে, আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এইচআইইএস প্রতিবেদন প্রকাশ করা হবে। দারিদ্র্য দূর করার উদ্দেশে নেওয়া বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে জরিপটি পরিচালনা করা হয়। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশ থেকে জরিপের তথ্য সংগ্রহ করা হয়। সারাদেশে ৭২০টি নমুনা এলাকায় দৈবচয়ন ভিত্তিতে ২০টি করে মোট ১৪ হাজার ৪০০ খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

১৯৭৩-৭৪ সালে দেশে প্রথমবারের মতো খানা আয় জরিপ (হাউসআইএস) নামে জরিপ পরিচালনা করা হয়। পরে নাম পরিবর্তন করে এইচআইইএস করা হয়। নতুন এইচআইইএস রিপোর্টটি হবে দেশে এ ধরনের ১৭তম প্রতিবেদন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ১২ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]